বিগত আট বছর ধরেই ভারতের রাজনীতিতে বহুলপ্রলচিত একটি প্রবাদ হল 'মোদী ঝড়'। বিজেপির জয়যাত্রাকে মোদীর কৃতিত্ব হিসেবে দেখানো হয়ে থাকে বিজেপির তরফে। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের একবছর আগে মোদী বিজেপি নেতা-কর্মীদের সতর্ক করে দিলেন। প্রধানমন্ত্রী বললেন, 'মোদী এলেই জিতে যাব, এই মানসিকতায় কাজ করা যাবে না।' রাজস্থান এবং ছত্তিশগড়ের বিজেপি কর্মীদের বিশেষ করে সতর্ক করে দিয়েছেন মোদী। প্রসঙ্গত, এই দুই রাজ্যে এবছর বিধানসভা নির্বাচন। সব মিলিয়ে মোট ৯টি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবছর। এই আবহে মোদীর সাফ বার্তা, মানুষের কাছে পৌঁছে যেতে হবে বিজেপি কর্মীদের। তবেই জয় আসবে। আম জনতাকে সরকারি নীতি ও প্রকল্পের বিষয়ে অবগত করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। (আরও পড়ুন: 'কী লুকোচ্ছেন মোদী?' মন্দা নিয়ে BJP মন্ত্রীর বিস্ফোরক দাবি ঘিরে উঠল প্রশ্ন)