আমদাবাদে ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমানের দুর্ঘটনার দগদগে ক্ষত আজও দেশের বুকে রয়েছে। সেই বীভৎস ঘটনার এক মাস পর ফের একবার বিমান ঘিরে চাঞ্চল্য আমদাবাদে। এবার ইন্ডিগোর বিমান। ৬০ জন যাত্রীকে নিয়ে আমেদাবাদ থেকে দিউগামী ইন্ডিগোর একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপরই সেই বিমান বাতিল করা হয়।
বিমানের উড্ডয়নের সময় ঘটনাটি জানা যায় এবং তাৎক্ষণিকভাবে উড়ান স্থগিত করা হয়। ‘ডেকান হেরাল্ডের’ প্রতিবেদন অনুযায়ী, উড্ডয়ন শুরু হওয়ার আগেই পাইলটরা বিমান ট্রাফিক কন্ট্রোলকে ‘মেডে’ কল পাঠান। ইন্ডিগোর একজন মুখপাত্র জানিয়েছেন যে, কারিগরি ত্রুটি আবিষ্কারের পর পাইলটরা কর্তৃপক্ষকে অবহিত করেন। ইন্ডিগোর মুখপাত্র জানান,'২০২৫ সালের ২৩ জুলাই আহমেদাবাদ থেকে দিউগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই ৭৯৬৬-এ উড্ডয়নের ঠিক আগে একটি কারিগরি ত্রুটির ইঙ্গিত পাওয়া যায়। স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করে, পাইলটরা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং বিমানটিকে উপসাগরে ফিরিয়ে আনেন। বিমানটি পুনরায় চালু করার আগে প্রয়োজনীয় পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ করা হবে।'
( Weight Loss Tips: জিমে না গিয়েও বনি কাপুর কমিয়েছেন ২৬ কেজি! ওজন কমানের ‘ম্যাজিক ডায়েট’টি কী?)
ঘটনাটি ঘটেছে ATR76 ফ্লাইটে, যা সকাল ১১ টায় আমেদাবাদ বিমানবন্দর থেকে যাত্রা করার কথা ছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের গ্রাহকদের অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং তাদের পছন্দ অনুযায়ী জলখাবার, পরবর্তী উপলব্ধ ফ্লাইটে থাকার ব্যবস্থা অথবা বাতিলের বিপরীতে সম্পূর্ণ অর্থ ফেরত প্রদান করে তা কমানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি।’ সোমবার গোয়া থেকে ইন্দোরগামী ইন্ডিগোর একটি ফ্লাইট অবতরণের ঠিক আগে একটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হওয়ার পর ইন্ডিগোর বিমান ঘিরে আরও এক ঘটনা।কিছুদিন আগে, দিল্লি-কলকাতা বিমানও উত্তরণ করেনি যান্ত্রিক ত্রুটির কারণে। কিছু দিন আগে, মুম্বই বিমানবন্দরে ইন্ডিগোর একটি বিমান রানওয়েতেই পিছলে যায়, তার ৩ টি টায়ার বার্স্ট করে বলেও খবর। স্বভাবতই সেই ঘটনার পর এই নয়া অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে।
(এই প্রতিবেদন এআই জেনারেটেড)