ভারতে কী ইতি টানতে চলেছে গুগল ক্রোম? সেই জল্পনাই উস্কে দিলেন পারপ্লেক্সিটির সিইও অরবিন্দ শ্রীনিবাস। তিনি জানিয়েছেন, তাঁদের পারপ্লেক্সিটি কমেট ব্রাউজারটি খুব শীঘ্রই ভারতে উপলব্ধ হবে। গত কয়েক মাস ধরে কমেট কাজ করছে। যদিও পারপ্লেক্সিটি কমেট এখন সবাই ব্যবহার করতে পারেন না।
পারপ্লেক্সিটি কমেট ব্রাউজার এজেন্টিক এআইকে সমর্থন করে। এই ব্রাউজার কমান্ডের করার অপশন রয়েছে। কমান্ডের উপর ভিত্তি করে তা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। উদাহরণস্বরূপ, এই ব্রাউজারে কমান্ড দিয়ে আপনি টিকিট বুক করতে পারবেন, কেনাকাটা করতে পারেন, মিটিং শিডিউল করতেও পারবেন। স্বয়ংক্রিয়ভাবে ট্যাবগুলি সক্রিয় হতে পারবে। অর্থাৎ আপনাকে টাইপ করতে হবে না। শুধুমাত্র ওয়েবসাইটগুলিকে নির্দেশ দিতে হবে। তাহলেই তা কার্যকর হয়ে যাবে। তবে এরমধ্যে একটি 'কিন্তু' রয়েছে।পারপ্লেক্সিটি কমেট কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন না অর্থাৎ সবার এতে অ্যাক্সেস নেই। ভারতে উইন্ডোজ, ম্যাক এবং ল্যাপটপে তা উপলব্ধ হবে। অ্যান্ড্রয়েড এবং আইফোনে কমেট ব্রাউজারটি পেতে গেলে অপেক্ষা করতে হবে। তারপরই মোবাইলে ডাউনলোড করা যাবে।
আরও পড়ুন-বড় শাস্তির খাঁড়া! ক্রিকেট থেকে US-কে নির্বাসিত করলেন জয় শাহ, কারণ কী?
সোমবার একটি লিঙ্কডইন পোস্টে পারপ্লেক্সিটির সিইও অরবিন্দ শ্রীনিবাস কমেট ব্রাউজার নিয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, ভারতের সমস্ত পারপ্লেক্সিটি প্রো ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। এর অর্থ হল বিনামূল্যে পারপ্লেক্সিটি ব্যবহারকারীরা কমেট ব্রাউজারটি পাবেন না। এই কোম্পানি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে পারপ্লেক্সিটি এআই-এর মাধ্যমে কমেট ব্রাউজারটি লঞ্চ করেছিল। প্রাথমিকভাবে তা ব্যাপক প্রশংসা কুড়োয়। পরে যদিও অনেক ইউজার বহু অভিযোগও করেছিলেন। এর আগে অরবিন্দ শ্রীনিবাস বলেছিলেন,'ব্যবহারকারীদের আরও ভালো করে বুঝতে তারা কমেট ব্যবহার করে অ্যাপের বাইরে থেকেও ডেটা নেবে।'এই বিষয়ে যদিও পরে শ্রীনিবাস পরবর্তীতে এক্সে করা এক পোস্টে বলেন,'মন্তব্যটি প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে। বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রত্যেক ব্যবহারকারীই পার্সোনালাইজ না করার সুযোগ পাবেন।'
আরও পড়ুন-বড় শাস্তির খাঁড়া! ক্রিকেট থেকে US-কে নির্বাসিত করলেন জয় শাহ, কারণ কী?
সান ফ্রান্সিসকোর সংস্থা পারপ্লেক্সিটির সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা হলেন ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ শ্রীনিবাস। গুগলকে টেক্কা দিতে চাইছেন তিনি। পারপ্লেক্সিটি মূলত এআই চালিত সার্চ ইঞ্জিন। তবে সাধারণ সার্চ ইঞ্জিনের মতো শুধু লিঙ্ক দিয়ে ছেড়ে দেয় না। বরং ইউজারের যাবতীয় প্রশ্নের উত্তরও দেয়। ফলে কড়া প্রতিযোগিতার মুখে পড়েছে গুগল, বিং-এর মতো চিরাচরিত সার্চ ইঞ্জিনগুলি।