'ভারতের ব্রহ্মস পাকিস্তানের বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল। কিন্তু চিন থেকে নেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের কোনও কাজেই আসেনি।' গুজরাটে দাঁড়িয়ে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আহমেদাবাদে এক অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, আগে সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে 'অপারেশন সিঁদুরে'র সময় পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতরে থাকা জঙ্গি ও তাদের ঘাঁটি ধ্বংস করা হয়েছে।এটি ঐতিহাসিক অভিযান। তাঁর কথায়, ‘আমাদের বিমানবাহিনীর সুনির্দিষ্ট আক্রমণে পাকিস্তানের অনেক জায়গার ব্যাপক ক্ষতি হয়েছে, যা এত দিন দুর্ভেদ্য বলে পরিচিত ছিল।আগে পাকিস্তান বলত আমাদের দেশে কোনও সন্ত্রাসবাদী নেই। আমাদের দেশে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় না। অপারেশন সিঁদুরের জন্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের মিথ্যাচার বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে।' স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, অপারেশনের পরের দিন জঙ্গিদের শেষকৃত্য হয়েছে পাক সেনাকর্তাদের উপস্থিতিতে।