অসামরিক বিমানযাত্রীদের ঢাল করে ভারতের হাত থেকে বাঁচতে চাইছে পাকিস্তান। এমনই দাবি করল ভারত সরকার। শুক্রবার বিকেলে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিদেশ মন্ত্রকের তৃতীয় দিনের সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার ব্যোমিকা সিং জানান, বৃহস্পতিবার রাতে ভারতের ৩৬টি জায়গায় প্রায় ৩০০-৪০০টি ড্রোনের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা যাচাই করতে এবং গোয়েন্দা তথ্যের জন্যই সেই কাজটা করেছিল। আর তারপর যে ভারত পালটা দেবে, সেটা বুঝতে পেরেই অসামরিক বিমান চলাচল বন্ধ করেনি পাকিস্তান। ভারত যাতে আক্রমণ না করে, সেজন্য সাধারণ যাত্রীদের বর্ম বা ঢাল হিসেবে ব্যবহার করেছে। কারণ ইসলামাবাদ ভালোভাবেই জানে যে এরকম ড্রোন হামলার পালটা জবাব দেবে ভারত। তাই সাধারণ যাত্রীদের বর্ম হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছেন ভারতীয় সেনার কর্নেল কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার সিং।
ভারত আকাশপথ বন্ধ ছিল, পাকিস্তান ইচ্ছা করে খুলে রেখেছিল
আর সেই বিষয়টার পুরো প্রমাণও তুলে ধরেছে ভারত। ভারতীয় সেনার কর্নেল কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার সিং জানিয়েছেন, পঞ্জাব সেক্টরে যখন হাই-ডিফেন্স এয়ার অ্যালার্ট ছিল, সেইসময় অসামরিক বিমান চলাচলের জন্য ভারতের দিকে আকাশপথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। ফাঁকা ছিল ভারতের আকাশপথ। কিন্তু করাচি থেকে লাহোরের মধ্যে সেইসময় অসামরিক বিমান চালানো হচ্ছিল।
আরও পড়ুন: থাইল্যান্ডের গ্রামে তৈরি বাজিকে ভারতীয় ড্রোন বানাল পাকিস্তান! ধরা পড়ল জালিয়াতি
সৌদিকে বিশেষ বার্তা ভারতের
সেক্ষেত্রে বিশেষভাবে সৌদি আরবের দাম্মাম থেকে লাহোরগামী এয়ারবাস ৩২০ বিমানের উদাহরণ তুলে ধরেছে ভারত। তাঁরা জানিয়েছেন, ওই বিমানটি বিকেল ৫ টা ৫০ মিনিটে দাম্মাম থেকে উড়েছিল। লাহোরে রাত ৯ টা ১০ মিনিটে অবতরণ করেছে বলে জানিয়েছে ভারত।
আরও পড়ুন: ভারতীয় নৌসেনাকে ‘নীরব ব্রহ্মাস্ত্র’ দিল কলকাতার সংস্থা! আরও বাড়তে পারে পাকিস্তানের বিপদ
সংশ্লিষ্ট মহলের মতে, সৌদি থেকে ওড়া বিমানের কথা যে ভারত বিশেষভাবে তুলে ধরেছে, সেটা একটা বড়সড় কূটনৈতিক চাল। সৌদিকে বোঝানো হল যে নিজেদের স্বার্থে পাকিস্তান তাদেরকে ‘বন্ধু’ বলে দেখানোর চেষ্টা করলেও আসলে ইসলামাবাদ প্রকৃত অর্থেই হল ধান্দাবাজ। নিজের স্বার্থে যে কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে দু'বারও ভাবে না। অর্থাৎ পাকিস্তান যে দরকারে সৌদিকে ব্যবহার করতে চায়, সেই বার্তা খুব সূক্ষভাবে রিয়াধের কানে তুলে দিল ভারত।
আরও পড়ুন: এটিএম বন্ধ থাকবে ২-৩ দিন? রান্নার গ্যাস সিলিন্ডারও কিনে রাখতে হবে? জানাল সরকার
তুরস্কের মুখোশ খুলে দিয়েছে ভারত
তারইমধ্যে অপর যে দেশের ‘পা ধরার’ চেষ্টা করে পাকিস্তান, সেই তুরস্কের মুখোশ খুলে দিয়েছে ভারত। শুক্রবার ভারতীয় সেনার কর্নেল কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার সিং জানান, বৃহস্পতিবার রাতে পাকিস্তান যে ড্রোনগুলি ব্যবহার করেছিল, সেগুলি তুরস্কের তৈরি বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ড্রোনের যে ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে, তার ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় সেনার কর্নেল কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার সিং।