Wing commander vyomika singh
শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আর তারপরই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হল যে স্রেফ একবারের পালটা আক্রমণেই পাকিস্তানের সামরিক বাহিনীকে অচল পয়সা করে দেওয়া হয়েছে। কী কী ক্ষতি হয়েছে? তা দেখে নিন।