পাহাড়ি জঙ্গলের ভিতর চলল ‘অপারেশন সংকল্প’, ছত্তিশগড়-তেলাঙ্গানা সীমান্তে নিহত ৩১ মাওবাদী
2 মিনিটে পড়ুন Updated: 13 May 2025, 06:27 AM IST-
৩ এপ্রিল, একই অভিযানে একজন মহিলা মাওবাদী নিহত হয়, যার পরিচয় এখনও জানা যায়নি।এর আগে, ২৪শে এপ্রিল, একই অঞ্চলে তিনজন মহিলা মাওবাদীকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং প্রচুর পরিমাণে অস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছিল।'অপারেশন সংকল্প' নামে এই এলাকায় অভিযানটি ২১শে এপ্রিল শুরু হয়েছিল।
এখন পর্যন্ত, শত শত মাওবাদী আস্তানা এবং বাঙ্কার ধ্বংস করা হয়েছে, এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক, ডেটোনেটর, খাদ্য সরবরাহ এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে একটি পৃথক আইইডি বিস্ফোরণের ঘটনায় এসটিএফ, ডিআরজি এবং কোবরা ইউনিটের ছয়জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। সর্বশেষ অভিযানের মাধ্যমে, এ বছর ছত্তিশগড়ে ভিন্ন ভিন্ন সংঘর্ষে ১৬৮ জন মাওবাদী নিহত হয়েছে। এর মধ্যে ১৫১ জনকে বাস্তার বিভাগে নির্মূল করা হয়েছে, যার মধ্যে বিজাপুর সহ সাতটি জেলা রয়েছে।