স্ত্রী পরকীয়া করছেন, এই সন্দেহে তাঁকে খুন করলেন এক ব্য়ক্তি। ঘটনাটি ঘটেছে নয়ডায়। রিপোর্ট অনুযায়ী, নয়ডার সেক্টর ১৫-এ একটি সংস্থায় সিভিল ইঞ্জিনিয়ারকে হাতুড়ি ও ছুরি দিয়ে নৃশংসভাবে খুন করল বেকার স্বামী। অভিযুক্ত স্বামীর নাম নুরুল্লাহ। মৃতার নাম আসমা। সে নাকি সন্দেহ করত যে, তার স্ত্রীর অন্য পুরুষের সাথে সম্পর্ক রয়েছে। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া করত সে। এই আবহে নিহত মহিলার ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। (আরও পড়ুন: বিধানসভা ভোটের আগে ওয়াকফ যেন 'পচা শামুক', পা কাটল শাসকদলের, পদত্যাগ ৫ নেতার)
আরও পড়ুন: 'এটাই বড়লোক হওয়ার সময়', মার্কিন শেয়ার বাজার 'লালে লাল' হতেই বললেন ট্রাম্প
জানা গিয়েছে, নয়ডার সেক্টর ১৫-এ অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয় এই সিভিল ইঞ্জিনিয়ার মহিলাকে। প্রথম হাতুড়ি দিয়ে মাথায় মারা হয় তাঁকে। সেই সময় সাথে সাথে মহিলা অজ্ঞান হয়ে যান সঙ্গে সঙ্গে তাঁর পুরো শরীরও রক্তাক্ত হয়ে যায়। তারপরও স্বামী তাঁর কপালে ও মাথায় হাতুড়ি ও ছুরি দিয়ে আঘাত করতেই থাকেন। এমন নিষ্ঠুরভাবে আঘাত করা হয়েছিল যে মহিলার মুখ চেনা যাচ্ছিল না। গলায় ছুরির চিহ্নও পাওয়া গিয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ড দেখে স্তম্ভিত সকলেই। (আরও পড়ুন: 'গরিব মুসলিমরা তো প্রতিবাদ করছে না', বিল নিয়ে দাবি রাজ্য ওয়াকফ বোর্ডের সভাপতির)
আরও পড়ুন: সীমান্তে বাড়ছে সহিংসতা, ফের এক অনুপ্রবেশকারীকে খতম করল BSF
স্থানীয়দের দাবি, ওই মহিলার কর্মজীবনে সাফল্যের জেরে অস্বস্তিতে পড়েছিল হত্য়াকারী স্বামী। বছরখানেক আগে একটি ফোন কলের জেরে স্বামী নুরুল্লাহ হায়দারের মনে সন্দেহের বীজের জন্ম নিয়েছিল। তার মনে হতে থাকে, স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে অন্য কারও সঙ্গে। এই নিয়ে গত বৃহস্পতিবার সারারাত স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার। এরপর সকালে আসমার মা ও নিজের আত্মীয় স্বজনদের ফোন করে নুরুল্লাহ। বিকেলে আত্মীয়-স্বজনরা আসে, তাদের সামনে নুরুল্লাহ তার স্ত্রী আসমাকে নিয়ে ঝগড়া করতে থাকে। (আরও পড়ুন: 'ভারত-বাংলাদেশের সম্পর্ক…', মোদী-ইউনুস বৈঠকের পর বড় মন্তব্য হাসিনা বিরোধী নেতার)