কাজের প্রচারে আট বছরে ৩২৬০ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় সরকার Updated: 14 Dec 2022, 11:03 AM IST Soumick Majumdar বামপন্থী সাংসদ মুনিয়ান সেলভারাজ জানতে চেয়েছিলেন বিজ্ঞাপন বাবদ কেন্দ্রের খরচ ঠিক কত। তার প্রেক্ষিতেই অনুরাগ ঠাকুর সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের মারফত কেন্দ্রের বিভিন্ন মাধ্যমে প্রদত্ত বিজ্ঞাপনের হিসাব দেন।