২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় বোম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মহারাষ্ট্রে সরকার। সোমবার মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ১২ জনকেই বেকসুর খালাস করেছে বম্বে হাইকোর্ট। যার মধ্যে ৫ জন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ৷ বিচারপতি অনিল কিলোর ও বিচারপতি শ্যাম সি চন্দকের ডিভিশন বেঞ্চ এই রায় দেন ৷আদালতের এই রায়ে অসন্তুষ্ট হয়েছিলেন মুম্বইয়ের আমজনতা থেকে রাজনৈতিক মহল।
বোম্বে হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এবার সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে মহারাষ্ট্র সরকার এবং সন্ত্রাসবিরোধী স্কোয়াড(এটিএস)। সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই মামলার দ্রুত শুনানি হওয়া দরকার। সেই আবেদনে সাড়া দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই আবেদনের শুনানি হবে আগামী বৃহস্পতিবার।এর আগে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, ‘বোম্বে হাইকোর্ট যে রায় দিয়েছে তা আমাদের কাছে বেদনাদায়ক। হাইকোর্ট যে রায় এবং নির্দেশ দিয়েছে আমি তা পুরোটা পড়ে দেখব। আমি ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছি। আমরা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হবে।’
আরও পড়ুন-অবশেষে ৩৯ দিন পর সাফল্য! কেরল থেকে রওনা দিল ব্রিটিশ রয়্যাল নেভির F-35B যুদ্ধবিমান
২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ের শহরতলির লোকাল ট্রেনে ঘটে সাতটি ভয়াবহ বিস্ফোরণ। প্রেশার কুকার বিস্ফোরণ বলেই পরিচিত মুম্বই লোকাল বিস্ফোরণ। সেই ধারাবাহিক নাশকতায় মৃত্যু হয়েছিল ১৮৯ জনের। আর আহত হয়েছিলেন ৮২৪ জন। ২০১৫ সালে নিম্ন আদালত সেই ঘটনায় অভিযুক্ত ১২ জনকে দোষী সাব্যস্ত করে। পাঁচজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেয়।এরপর সেই রায়ের বিরোধিতা করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় ১২ অভিযুক্ত। তাদের আবেদনের ভিত্তিতে বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যাম চন্দোকের বেঞ্চ জানিয়ে দেয়, মুম্বই বিস্ফোরণের প্রত্যেক অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করা হল।
আরও পড়ুন-অবশেষে ৩৯ দিন পর সাফল্য! কেরল থেকে রওনা দিল ব্রিটিশ রয়্যাল নেভির F-35B যুদ্ধবিমান
এই রায় দেওয়ার সময়ে, দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ পেশ করা যায়নি। এই অভিযুক্তরাই যে বিস্ফোরণ ঘটিয়েছে, সেটা বিশ্বাস করা খুবই কঠিন। অপরাধ প্রমাণে সরকার সম্পূর্ণ ব্যর্থ, এমনটাই জানায় দুই বিচারপতির বেঞ্চ।পাশাপাশি এই ১২ জন অন্য কোনও মামলায় দোষী বা সাজাপ্রাপ্ত না হলে তাদের জেলমুক্তিতেও কোনও বাধা নেই বলে জানিয়েছে আদালত। যদিও আদালতের এই রায়ের তীব্র নিন্দা করেন শিবসেনা সাংসদ মিলিন্দ দেওরা। মুম্বইকর হিসাবে এই রায় মানতে পারছেন না বলে জানিয়েছিলেন তিনি।