
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
উত্তরপ্রদেশে ভোট প্রচারে গিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজর রয়েছে ইউক্রেনের পরিস্থিতির উপর। এদিকে ‘অপারেশন গঙ্গা’ ইতিমধ্যেই মোদীর জন্য প্রচারের হাতিয়ারও হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে এবার বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শোনা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। শুক্রবার রাগা উত্তরপ্রদেশে এক জনসভায় বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী বলছেন ইউক্রেনে আটকে পড়া পড়ুয়ারা বিদেশে এই কারণে পড়তে গিয়েছে কারণ তারা ভারতে পড়ার সুযোগ পায়নি।’
বারাণসী জেলার পিনদারা বিধানসভা কেন্দ্রে এক জনসভা থেকে কেন্দ্রকে তোপ দেগে রাগা বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ চলছে। ভারত থেকে হাজার হাজার শিক্ষার্থী সেখানে পড়াশোনা করে। আমাদের যুবক-যুবতীরা সেখানে বোমা হামলার মধ্যে আটকে আছে। এই পড়ুয়ারা তাদের বাঁচানোর আবেদন জানিয়ে ভিডিও বার্তা পাঠাচ্ছে। আর প্রধানমন্ত্রীর লোকজন বলছেন, ভারতের মেডিক্যাল কলেজে ভর্তি না হওয়ায় তারা (ছাত্র) ইউক্রেনে গিয়েছিল। তারা (ছাত্র) এখানে ব্যর্থ হয়েছে এবং তাই সেখানে (ইউক্রেনে) গিয়েছে। এরা কি ভারতের ছাত্র নয়? তারা কি আমাদের নয়? তাদের ফিরিয়ে আনার দায়িত্ব কি আপনাদের (সরকারের) নয়?’ পাশাপাশি এদিন রাহুল গান্ধী বিজেপি, সমাজবাদী পার্টি এবং বিএসপিকে একইভাবে নিশানা করেন। তিনি বিএসপিকে উত্তরপ্রদেশে বিজেপির 'বি' দল বলে অভিহিত করেন।
উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, 'বিদেশে মেডিক্যাল পাঠরত ৯০ শতাংশ ভারতীয় ভারতের কোয়ালিফাইং পরীক্ষা পাশ করতে পারেননা।' এই বার্তা দিয়ে তিনি বলেন, 'কেন পড়ুয়ারা পড়াশোনার জন্য বিদেশে চলে যাচ্ছেন, সেটা নিয়ে ডিবেট করার এখন সঠিক সময় নয়।' প্রসঙ্গত, বিদেশে যাঁরা এমবিবিএস পাশ করেন, তাঁদের ভারতে চিকিৎসক হিসাবে স্বীকৃত হতে 'ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এক্সামিনেশন' পরীক্ষা পাশ করতে হয়। আর সেই পরীক্ষা পাশ করলে তবেই ভারতে তাঁরা চিকিৎসক হিসাবে স্বীকৃতি হতে পারেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর দাবি, বিদেশ থেকে এমবিবিএস পাশ করে এসে এই 'ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এক্সামিনেশন' পরীক্ষা পাশ করতে গিয়ে বহু পরীক্ষার্থীই আটকে যাচ্ছেন।
৳7,777 IPL 2025 Sports Bonus