মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ বছরের পুত্র সন্তানকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত এক মহিলার বিরুদ্ধে।ক্যালিফোর্নিয়ার সান্টা আনায় একটি মোটেলে ছেলেকে নিয়ে উঠেছিলেন তিনি। সেখানেই ছেলেকে খুন করে পুলিশে খবর দিতে দেখা গিয়েছে তাঁকে। পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলেও জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে ছাড়া পেতেই সন্তানকে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। (আরও পড়ুন: অশান্ত বাংলাদেশ-মায়ানমার সীমান্ত, পরপর গুলি আরাকান আর্মির, গুলিবিদ্ধ ২)
জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলার নাম সরিতা রামারাজু। বয়স ৪৮ বছর। ২০১৮ সালে স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। আদালতের অনুমতিতে তাঁদের ছেলে থাকত বাবার কাছে। তবে নির্দিষ্ট সময় অন্তর ছেলেকে নিজের কাছে রাখার অনুমতি পেয়েছিলেন রামারাজু। গত বছর থেকে ছেলেকে নিজের কাছে পাকাপাকিভাবে রাখা নিয়ে প্রাক্তন স্বামীর সঙ্গে বচসা তুঙ্গে ওঠে রামারাজুর। সম্প্রতি তিনি ছেলেকে কাছে পান। এরপর তাঁরা ডিজনিল্যান্ডে যান। সেখানে তিন দিন কাটানোর পর যে মোটেলে তাঁরা উঠেছিলেন সেখানেই নিজের ছেলের গলা কেটে তাঁকে খুন করেন বলেই অভিযোগ। তারপর ৯১১ নম্বরে ফোন করে জানান, খুন করার কথা। পুলিশ ঘটনাস্থল থেকে ছুরিটি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, সেদিনই ছেলেকে স্বামীর কাছে ফেরত দেওয়ার কথা ছিল ওই মহিলার। (আরও পড়ুন: বাংলাদেশে হাসিনা বিরোধী ঢেউয়ের বিষয়ে আগে থেকে অবগত ছিল ভারত, বললেন জয়শংকর)
আরও পড়ুন: আওয়ামি লিগকে ফেরাতে গোপন বৈঠক ক্যান্টনমেন্টে? বিতর্কে মুখ খুলল বাংলাদেশি সেনা
সূত্রের খবর, অভিযোগ প্রমাণিত হলে ২৬ বছরের সাজা হতে পারে রামারাজুর। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে অরেঞ্জ কাউন্টির জেলা অ্যাটর্নি টড স্পিৎজার বলেন, 'অভিভাবকদের মধ্যে সম্পর্কের অবনতির কারণে সন্তানের প্রাণসংশয় হওয়া কখনওই কাম্য নয়। ক্রোধ এখানে ভালবাসাকেও ছাপিয়ে গিয়েছে। আসলে রাগ মানুষকে ভুলিয়ে দেয় আপনি কাকে ভালবাসেন এবং কী করতে যাচ্ছেন। সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ স্থান হল মা-বাবার কোল। তাঁকে আদরে জড়িয়ে না ধরে গলা কেটে ফেলায় ছেলেটি তাঁর হাতেই প্রাণ হারাল যিনি ওঁকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন।'
উল্লেখ্য, গত বছর থেকে রামারাজুর সঙ্গে তার স্বামী প্রকাশ রাজুর ছেলেকে নিজের কাছে রাখা নিয়ে বচসা তুঙ্গে উঠে। রামারাজু অভিযোগ করেছিলেন, তার মতামত ছাড়াই ছেলের চিকিৎসা এবং স্কুল নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন স্বামী। তিনি আরও অভিযোগ করেছিলেন, তার স্বামীর মাদকাসক্তির সমস্যা ছিল।অভিযুক্ত রামারাজু ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে থাকতেন।