ফের বিভিন্ন রুটে সময়সূচীতে বদল আনছে ভারতীয় রেল। সাধারণ যাত্রীদের তাই এই নতুন সময়সূচীর বিষয়ে জেনে রাখা প্রয়োজন। ঠিক কোন কোন ক্ষেত্রে এই সময়সূচীর বদল হয়েছে, তারই হদিশ পাবেন এই প্রতিবেদনে।
, একাধিক ট্রেনের সময়সূচী পরিবর্তন করার বিষয়ে অবহিত করেছে ভারতীয় রেল। ফলে আগামিদিনে যাত্রা শুরু আগে অবশ্যই এই নয়া সময়সূচির বিষয়ে আপনাদের জেনে রাখতে হবে।
রিপোর্ট অনুযায়ী, আগামী ১০ জুন থেকে পরিবর্তিত সময়সূচী লাগু করবে ভারতীয় রেল। আপাতত এটি চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর হবে।
এক নজরে দেখে নিন ঠিক কোন কোন ট্রেনের সময়সূচীতে বদল করা হচ্ছে:
# ট্রেন নম্বর 12617 - এর্নাকুলাম জংশন - হযরত নিজামুদ্দিন ডেলি মঙ্গলা লাক্ষাদ্বীপ এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে। এখন এই ট্রেনটি তার সময়ের ৩.১৫ মিনিট আগে ছাড়বে। এই ট্রেনটি এখন এর্নাকুলাম জংশন থেকে ১০.১০ এ ছাড়বে।
# ট্রেন নম্বর 12618 - হযরত নিজামুদ্দিন - এর্নাকুলাম জংশন মঙ্গলা লাক্ষাদ্বীপ ডেইলি এক্সপ্রেস ১০.২৫ টায় এর্নাকুলাম জংশনে পৌঁছবে।
# ট্রেন নম্বর 12431 তিরুবনন্তপুরম সেন্ট্রাল - হযরত নিজামুদ্দিন ত্রি-সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা ৩৫ মিনিট পিছিয়ে চলবে। এই ট্রেনটি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার ছাড়বে। এই ট্রেনটি তিরুবনন্তপুরম সেন্ট্রাল থেকে ১৪.৪০ টায় ছাড়বে।
# ট্রেন নম্বর 12432 - হযরত নিজামুদ্দিন-তিরুবনন্তপুরম সেন্ট্রাল রাজধানী এক্সপ্রেস - ২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে চলবে। এই ট্রেনটি রবিবার, মঙ্গলবার এবং বুধবার ০১.৫০ মিনিটে তিরুবনন্তপুরম সেন্ট্রাল পৌঁছবে।
# ট্রেন নম্বর 22149 - এর্নাকুলাম জংশন - পুনে জংশন পাক্ষিক এক্সপ্রেসের সময়ও পরিবর্তন করা হয়েছে। এখন এই ট্রেন ছাড়বে ৩ ঘণ্টা আগে। রবিবার ও শুক্রবার এর্নাকুলাম জংশন থেকে ছাড়বে।
# ট্রেন নম্বর - 22655 এর্নাকুলাম জংশন - হযরত নিজামুদ্দিন সুপারফাস্ট ট্রেনটিও ৩ ঘণ্টা আগে ছাড়বে।
# ট্রেন নম্বর - 12217 কচুভেলি-চন্ডিগড় দ্বি-সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসও ৪ ঘণ্টা ২০ মিনিট আগে ছাড়বে। সোমবার ও শনিবার কচুভেলি থেকে ছাড়বে।
# ট্রেন নম্বর - 12483 কচুভেলি-অমৃতসর সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসও ছাড়বে ৪ ঘণ্টা ২০ মিনিট আগে।
# ট্রেন নম্বর - 20923 তিরুনেলভেলি জংশন - গান্ধিধাম জংশন সাপ্তাহিক হামসফর সুপারফাস্ট ২ ঘণ্টা ৪৫ মিনিট আগে ছাড়বে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক