সীমান্তে সন্ত্রাসের যে নীতি পাকিস্তান অনুসরণ করে, তা কখনও সফল হবে না বলে ইসলামাবাদকে হুঁশিয়ার করে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। পাশাপাশি পাকিস্তানের সরকারকে ভারতের স্পষ্ট বার্তা, সন্ত্রাসবাদে মদত দিলে তা থেকে দায় ঝেড়ে ফেলা সম্ভব হবে না পাশাপাশি সেই কর্মের ফল ভোগ করতে হবে তাদের। এদিকে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত সাফ জানিয়েছে, পাকিস্তান যে অবৈধভাবে ভারতের ভূখণ্ড দখল করে রেখেছে এবং সন্ত্রাসবাদ চালাচ্ছে, সেটাই একমাত্র আলোচ্য বিষয় হতে পারে বর্তমানে। এছাড়াও পাকিস্তানকে খোঁচা দিয়ে ভারতের বক্তব্য, এত বছর ধরে নিজেদের সমাজে যে কট্টরপন্থার বীজ পাকিস্তান বপণ করেছিল, তারই কর্মফলই ভোগ করতে হচ্ছে তাদের। (আরও পড়ুন: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, উৎসবের মরশুমে বাড়ছে ন্যূনতম বেতন, ডিএ বৃদ্ধি ৩.২%)
আরও পড়ুন: পুজোর আগে বাড়ল কর্মীদের বেতন, সরকারি তালিকা ধরে জানুন কাদের পকেটে ঢুকবে কত
আরও পড়ুন: বেতন বাড়ল কয়েক হাজার, পুজোর মুখে চুক্তিভিত্তিক কর্মীদের পকেট ভরাল মমতার সরকার
শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে নিজের বক্তৃতা রাখার সময়ই ড়া ভাষায় প্রতিবেশী রাষ্ট্রকে হুঁশিয়ার করেন জয়শংকর। উল্লেখ্য, একদিন আগেই এই একই মঞ্চে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কাশ্মীরকে প্যালেস্তাইনের সঙ্গে তুলনা করেছিলেন। আর তারই জবাবে পাকিস্তানকে কড়া ভাষায় বিঁধলেন জয়শংকর। এর আগে শেহবাজ অভিযোগ করেছিলেন, ভারত নাকি কাশ্মীরে 'কলোনি' বসিয়েছে। পাশাপাশি তাঁর আরও অভিযোগ ঠিল, দিল্লি আগ্রাসী মনোভাব পোষণ করে এবং তাদের হিন্দুত্ববাদী নীতিকে মুসলিমভীতির সঙ্গে তুলনা করেন। (আরও পড়ুন: পুজোর আগে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, চাল রফতানির ওপর থেকে উঠল নিষেধাজ্ঞা)
আরও পড়ুন: রবিবাসরীয় বাজার মাতাবে পদ্মার ইলিশ, আরও রুপোলি শস্য এল ভারতে, দাম কত জানেন?