বাংলা নিউজ > ঘরে বাইরে > INDIA block meet: মমতার আসন সমঝোতা মানবে কি কংগ্রেস? প্রদেশ নেতৃত্বকে দিল্লিতে তলব
পরবর্তী খবর
INDIA block meet: মমতার আসন সমঝোতা মানবে কি কংগ্রেস? প্রদেশ নেতৃত্বকে দিল্লিতে তলব
1 মিনিটে পড়ুন Updated: 20 Dec 2023, 12:49 PM ISTChiranjib Paul
জোটের বৈঠকেও সেই ফর্মুলাই দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায়। মঙ্গলবার বৈঠকে তিন রাজ্যের ভোটে কংগ্রেস খারাপ ফল নিয়ে কাটাছেঁড়ার সময় কার্যত চুপ করেছিলেন মমতা। পরে সোনিয়া গান্ধীর অনুরোধেই তিনি বক্তব্য রাখেন।
জোটের বৈঠকে মমতা ((ছবি পিটিআই)
ইন্ডিয়া জোটের ক্ষেত্রে আসন সমঝোতা কেমন হবে তার ফর্মুলা তিনি আগে দিয়েছিলেন। যে রাজ্যে জোটের যে দল শক্তিশালী, আসন সমঝোতার ক্ষেত্রে তার বক্তব্যই আগে শুনতে হবে। তাকে প্রাধান্য দিতে হবে আসন সমঝোতা নিয়ে আলোচনায়।
জোটের বৈঠকেও সেই ফর্মুলাই দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায়। মঙ্গলবার বৈঠকে তিন রাজ্যের ভোটে কংগ্রেস খারাপ ফল নিয়ে কাটাছেঁড়ার সময় কার্যত চুপ করেছিলেন মমতা। পরে সোনিয়া গান্ধীর অনুরোধেই তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, 'সমালোচনা, আত্মসমালোচনা সবই হয়েছে। আমাদের কাজ এখন দেশ বাঁচানো। তার জন্য আগে আসন সমঝোতার কাজ সেরে ফেলতে হবে।' আসন সমঝোতার ফর্মুলা দ্রুত বার উপরেই তিনি জোর দেন। গোটা প্রক্রিয়াটি যাতে ৩১ ডিসেম্বরের মধ্যে যাতে শেষ করা হয় তার জন্য বৈঠকে আবদেন করেন।
এদিন তিনি রাহুল গান্ধীকে বলেনে, কংগ্রেস যদি পঞ্জাব হরিয়াণায় কথা বলতে যায়, তবে তারা যেন আপের সঙ্গে কথা বলে। আবার যদি উত্তরপ্রদেশ কথা বলে, তবে তারা যেন অখিলেশ যাদবের সঙ্গে কথা বলে।