বাংলা নিউজ > ঘরে বাইরে > Hybrid Covid XE: ‘আরও সংক্রামক’ Hybrid Covid XE-র হদিশ মুম্বইয়ে, জানুন ৫ গুরুত্বপূর্ণ তথ্য
পরবর্তী খবর
ভারতে এখনও Hybrid Covid XE চিহ্নিত হয়নি। সরকারি সূত্র করে উদ্ধৃত করে এমনই জানাল সংবাদসংস্থা এএনআই। একনজরে সেই Hybrid Covid XE-র গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন -
- করোনাভাইরাসের কোনও নয়া রূপ নয় XE।অর্থাৎ ওমিক্রন বা ডেল্টা যেমন করোনভাইরাসের একটি প্রজাতি ছিল, XE সেরকম নয়। বরং করোনার জোড়া রূপের সংক্রমণকে Hybrid Covid হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।
- আপাতত তিনটি Hybrid Covid-কে চিহ্নিত করা হয়েছে -XD (ডেল্টা এবং ওমিক্রন BA), XF (ইংল্যান্ডের ডেল্টা রূপ এবং ওমিক্রন BA.1) এবং XE (ওমিক্রন BA.1 এবং BA.2)। তবে XE নিয়ে বেশি উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। যা ওমিক্রনের থেকে ৯.৮ শতাংশ বেশি সংক্রামক।
- গত ১৯ জানুয়ারি ইংল্যান্ডে সর্বপ্রথম এই জাতীয় জোড়া কোভিডের সংক্রমণ ধরা পড়ে। ব্রিটেনের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ পর্যন্ত দেশে ৬৩৭ জনের শরীরে হাইব্রিড কোভিড XE-র হদিশ মিলেছে। অধিকাংশ আক্রান্তের হদিশ মিলেছে পূর্ব ইংল্যান্ড, লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ব্রিটেনে।
- এএনআই-সহ একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, বৃহন্মুম্বই পুরনিগমের একাদশ জিনোম সিকোয়েন্সিংয়ে একজনের শরীরে করোনাভাইরাসের XE ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গিয়েছে। অপর একজনের শরীরে কাপ্পা ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। মোট ২৩০ টি নমুনা পরীক্ষা করেছিল বৃহন্মুম্বই পুরনিগম। ২২৮ জনের শরীরেই ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে।
- যদিও কিছুক্ষণ পরে এএনআই জানিয়েছে, সরকারি সূত্র দাবি করেছেন যে আপাতত করোনাভাইরাসের XE ভ্যারিয়েন্ট চিহ্নিত হয়নি। ওই সূত্রকে উদ্ধৃত করে এএনআই বলেছে, ‘আপাতত যা তথ্য আছে, তাতে প্রমাণ হচ্ছে না যে ওটা XE ভ্যারিয়েন্ট।’ বিষয়টি নিয়ে এখনও কেন্দ্রের তরফে মুখ খোলা হয়নি।
- উপসর্গ: জ্বর, গলাব্যথা, গলা খুসখুস, সর্দি ও কাশি, গা-হাত-পায়ে ব্যথা চোখ জ্বালা, ত্বক চুলকানো ত্বকের রং বদলে যাওয়া, পেটের গণ্ডগোল এবং স্নায়ুর সমস্যা। বিশেষজ্ঞদের বক্তব্য, উপরের যে কোনও উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: বিশেষজ্ঞদের মতে, একজন আক্রান্ত হদিশ পাওয়ায় এটা কখনওই বলা যাবে না যে ভারতে কোভিড XE-র দাপট বাড়বে। যিনি আক্রান্ত হয়েছেন, তিনি দু'মাস আগে ভারতে এসেছিলেন। ফলে ভারতের আপাতত উদ্বেগের কিছু নেই। শুধু সতর্ক থাকতে হবে।