বড় খবর
#HTLS 2019 : 'আমি দায়িত্ব থেকে পালাই না, নিজে থেকে দায়িত্ব নিই', বললেন মোদী
1 মিনিটে পড়ুন Updated: 06 Dec 2019, 11:28 AM IST- হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আমি নতুন অধ্যায় লেখার লোক।"
হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এ বারের থিম উন্নত ভবিষ্যতের জন্য আলোচনা। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীদিনে দেশের উন্নয়নের রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিনের কর্মসংস্কৃতি, প্রশাসনিক রীতিনীতিকে পিছন ফেলে দেশ কীভাবে উন্নয়নের পথে এগিয়ে চলেছে, হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে সেই খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, আগের সরকারের কড়া সমালোচনাও করেন তিনি।