সম্প্রতি মুম্বই থেকে কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইটে প্যানিক অ্যাটাকের শিকার হয়েছিলেন হোসেন আহমেদ মজুমদার নামের ওই যাত্রী। অভিযোগ, বিমানে তাঁকে চড় মেরেছিলেন এক সহযাত্রী। আর এই ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন হোসেন আহমেদ। ব্যাপক খোঁজাখুঁজির অবশেষে শনিবার তাঁর সন্ধান মিলেছে। কলকাতা থেকে ৮০০ কিলোমিটার দূরে অসমের বরপেটা স্টেশনে থেকে মানসিকভাবে বিপর্যস্ত ও অত্যন্ত ক্লান্ত অবস্থায় খুঁজে পাওয়া গেছে তাঁকে।
জানা গিয়েছে, প্যানিক অ্যাটাকে আক্রান্ত হোসেন আহমেদ অসমের কাছাড়ের বাসিন্দা। কলকাতা থেকে তাঁর শিলচরের বিমান ধরার কথা ছিল। কিন্তু শুক্রবার তিনি বাড়িতে আসেননি বলে অভিযোগ করে পরিবার।পরিবারের দাবি, বৃহস্পতিবার মুম্বই থেকে কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই-২৩৮৭-এ উঠেছিলেন হোসেন। বিমানে হঠাৎ আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, তাঁর প্যানিক অ্যাটাক হয়। এমন অবস্থায় দুই কেবিন ক্রু তাঁকে বিমানের দরজার দিকে নিয়ে যাচ্ছিলেন, তখনই পাশে বসা এক সহযাত্রী হঠাৎ তাঁকে চড় মেরে বসেন। ঘটনার ভিডিও অন্য এক যাত্রী মোবাইলে তুলে নেন।কলকাতা বিমানবন্দরে অবতরণের পরে হোসেন এবং তাঁকে যে সহযাত্রী চড় মেরেছিলেন, দু’জনকেই বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু হোসেন কোনও অভিযোগ দায়ের করেননি। ফলে দু’জনকেই ছেড়ে দেয় পুলিশ।তারপর থেকে আর খোঁজ মিলছিল না হোসেনের।
আরও পড়ুন-দ্বিগুণ ব্যয়ে মার্কিন তেল আমদানি! ট্রাম্প ২.০ আমলে বাণিজ্যের সমীকরণ বদলাচ্ছে ভারত?
অন্যদিকে হোসেনের বাবা আবদুল মান্নান মজুমদার জানান, শুক্রবার সকালে পরিবারের সদস্যরা শিলচর বিমানবন্দরে তাঁকে নিতে গিয়েছিলেন। কিন্তু তিনি আসেননি। পরে ভাইরাল ভিডিও দেখে তাঁরা বুঝতে পারেন, ভিডিওতে যে যুবককে চড় মারা হচ্ছে, সেই তাঁদের ছেলে। এরপর ফোনে যোগাযোগের চেষ্টা করলেও হোসেনের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরিবার জানিয়েছে, ইন্ডিগো বা বিমানবন্দর কর্তৃপক্ষ কেউই তাঁর অবস্থান সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি। তারা বিমানবন্দরে নিযুক্ত কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী কর্মকর্তাদেরও অবহিত করেছেন।এরপরে তদন্তে নেমে পুলিশ শনিবার বরপেটা স্টেশনে তাঁর দেখা পাওয়া যায়। জানা গিয়েছে, বিমানে না গিয়ে তিনি কলকাতা-অসমের ট্রেনে উঠেছিলেন। কাটিগড়া থানার অফিসার ইনচার্জ বলেন, ‘হোসেন বরপেটায় পৌঁছেছেন। তিনি ফ্লাইটের বদলে ট্রেনে ওঠেন। এখান থেকে শিলচরে যাচ্ছেন।’
আরও পড়ুন-দ্বিগুণ ব্যয়ে মার্কিন তেল আমদানি! ট্রাম্প ২.০ আমলে বাণিজ্যের সমীকরণ বদলাচ্ছে ভারত?