২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান বা পার্সি সম্প্রদায়কে পাসপোর্ট বা অন্যান্য নথি ছাড়াই এ দেশে থাকতে দেওয়া হবে। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।সম্প্রতি পাশ হওয়া অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫-র পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
দু’দিন আগে আইনটি সারা দেশে কার্যকর করেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক।আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে আসা ছয়টি সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে বৈধ পাসপোর্ট বা ভ্রমণপত্রে ভারতে প্রবেশ করেছেন, কিংবা যাদের সেই নথির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্ট ২০২৫ অনুযায়ী কোন শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে না। এর আগে গত বছর নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ কার্যকর করেছে নরেন্দ্র মোদী সরকার।এই সংশোধনী অনুসারে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের ছয় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিদের অবৈধ উদ্বাস্তু বলা হবে না। যদি তারা গত ১৪ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর বা গত একবছর ধরে ভারতে থেকেছেন বলে প্রমাণ করতে পারেন, তাহলে তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবার নতুন আইনে সময়সীমা বাড়িয়ে দেওয়ায় এই তিন দেশের ছয় সংখ্যালঘু সম্প্রদায় কিছুটা হলেও স্বস্তি পেল।
আরও পড়ুন-পহেলগাঁওয়ের সময় পাকিস্তানকে সমর্থন করে ভুগতে হচ্ছে…., হতাশ মুসলিম দেশ!
নতুন বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, '৩১ ডিসেম্বর, ২০২৪ বা তার আগে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ-হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের যারা বৈধ নথিপত্র ছাড়াই বা মেয়াদোত্তীর্ণ নথিপত্র-সহ ধর্মীয় নিপীড়নের কারণে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, তারা এই আইনের আওতায় আসবেন।' নয়া আইনে বিদেশি নাগরিকদের জন্য বেশ কিছু অতিরিক্ত শর্ত চাপানো হয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হল কর্মসূত্রে ভারতে আসা বিদেশি নাগরিকদের সরাসরি পেট্রোলিয়াম-সহ যাবতীয় জ্বালানি ক্ষেত্র, পানীয় জল এবং বিদ্যুৎ সরবরাহের কাজে যুক্ত করা যাবে না। এই সব ক্ষেত্রে ভারত সরকারের বিশেষ অনুমতি নেওা বাধ্যতামূলত করা হয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির জন্য।
আরও পড়ুন-পহেলগাঁওয়ের সময় পাকিস্তানকে সমর্থন করে ভুগতে হচ্ছে…., হতাশ মুসলিম দেশ!