পহেলগাঁওতে পর্যটকদের হত্যাকাণ্ডে ইতিমধ্যেই তেতে উঠেছে গোটা দেশ। মোট ২৬ জন পর্যটক লস্কর–ই–তৈবার অন্তর্গত জঙ্গি সংগঠনের হাতে খুন হয়েছেন। তার মধ্যে বাংলার তিনজন পর্যটক রয়েছেন। একজন বিদেশি নাগরিক আছেন। আর ২৫ জনই ভারতীয় নাগরিক। এই আবহে পাল্টা জবাব দিতে তৈরি হচ্ছে ভারত। আর তাই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এবার ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীদের ফোন করে নিজ নিজ রাজ্য থেকে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ওই দেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন শাহ বলে সূত্রের খবর।
এদিকে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আজ, শুক্রবার ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রত্যেককেই একই কথা বলেছেন তিনি। শাহ মুখ্যমন্ত্রীদের বলেন, ‘ভারতে থাকা সমস্ত পাকিস্তানিদের খুঁজে বের করে তাড়ান। প্রত্যেক রাজ্যে থাকা পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করুন এবং দ্রুত তাঁদের দেশে ফেরানোর বন্দোবস্ত করুন। রাজ্যে কোনও পাকিস্তানের নাগরিক আছেন কিনা সেটা খতিয়ে দেখতে হবে। যদি কেউ থেকে থেকে থাকেন তাহলে তাঁকে শনাক্ত করতে হবে এবং পাকিস্তানে ফেরত পাঠাতে হবে।’ ইতিমধ্যেই পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার প্রশ্নে কেন্দ্রীয় সরকারকে যে কোনও কড়া পদক্ষেপ নেওয়ার জন্য পূর্ণ সমর্থন জানিয়েছেন বিরোধীরা। তারপরই এই ফোন বেশ তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে শহরে মিছিল করতে চায় বিজেপি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ
অন্যদিকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির পক্ষ থেকে এই টেলিফোনের কথোপকথন নিয়ে কোনও তথ্য জানানো হয়নি। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য মিলেছে। পাকিস্তানকেই এই হত্যাকাণ্ডের জন্য কাঠগড়ায় তোলা হয়েছে। এমনকী নিজেদের দাবির সপক্ষে একাধিক তথ্যপ্রমাণও আমেরিকা, ব্রিটেনের কূটনীতিকদের দেখিয়েছেন ভারতের বিদেশসচিব। তারপর পাঁচটি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তান এখনও দমে যায়নি। উলটে প্ররোচনামূলক বক্তব্য দিয়ে চলেছে।
এছাড়া পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, জল চুক্তি বাতিল, আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করলেও এখনও টনক নড়েনি পাকিস্তানের। ইতিমধ্যেই উত্তরবঙ্গে আকাশে দেখা গিয়েছে রাফাল যুদ্ধবিমান চক্কর কাটছে। সুতরাং কড়া পদক্ষেপ যে কোনও সময় নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ভারত সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, পাকিস্তানের নাগরিকরা এখনও যাঁরা ভারতে রয়েছেন তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যেতে হবে। তার মধ্যেই এবার সব রাজ্যে থাকা পাকিস্তানি নাগরিকদের খুঁজে বের করে তাঁদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিলেন অমিত শাহ।