দেবগৌড়া বলছেন, ‘ পুরনো সংসদ ভবন যখন উদ্বোধন করা হয়, তখনও আমরা ঔপনিবেশিক শাসনে ছিলাম। স্বাধীনতা দিগন্তেও ছিল না।' এরপর তিনি কী লিখলেন দেখে নিন।
নয়া সংসদভবন। (ANI Photo)
রবিবার ২৮ মে সাড়ম্বরে উদ্বোধন হল দেশের নয়া সংসদভবনের। এই তাবড় সমারোহে দেশের বহু বিরেধী দল বয়কটের ডাক দেয়। এদিকে বহু রাজ্যের মুখ্যমন্ত্রী সমেত বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া। আর এমন এক আয়োদন সামিল হয়ে তিনি নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেন টুইটে।
দেবগৌড়া টুইটে লেখেন, 'এটা আমার সৌভাগ্য যে ভারতের গণতান্ত্রিক ইতিহাসের এমন এক মহান মুহূর্তের সাক্ষী থাকতে পেরেছি। আমি কর্ণাটকের বিধানসভায় প্রবেশ করেছি ১৯৬২ সালে, সাংসদ হয়েছি ১৯৯১ সালে। এই মহান ভবনে ৩২ বছর আগে প্রবেশ করেছি। আমি কোনও দিনও ভাবতে পারিনি যে আমি প্রধানমন্ত্রী হব।' তিনি লেখেন, ‘জনজীবনে এতদিন থাকতে পারব বলে আশা করিনি। কিন্তু তার চেয়েও বড় আশ্চর্যের বিষয় হল, আমি কখনই ভাবিনি যে আমি আমার জীবদ্দশায় একটি নতুন সংসদ ভবনে বসব, আর আমি তা ৯১ বছর বয়সে তা করছি।’