বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রয়াত শিবু সোরেন, ঝাড়খণ্ড প্রাক্তন CMর জীবনাবসানে শোকের ছায়া
পরবর্তী খবর

প্রয়াত শিবু সোরেন, ঝাড়খণ্ড প্রাক্তন CMর জীবনাবসানে শোকের ছায়া

প্রয়াত শিবু সোরেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনাবসানে শোকস্তব্ধ ঝাড়খণ্ড (PTI)

প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অন্যতম প্রতিষ্ঠাতা শিবু সোরেন। সোমবার রাতে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। বর্তমানে রাজ্যসভার সদস্য পদে ছিলেন শিবু সোরেন। তাঁর ছেলে ও বর্তমান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজেই তাঁর বাবার মৃত্যুর খবর ঘোষণা করেন।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তাঁর বাবার মৃত্যু সংবাদ।আবেগঘন বার্তায় তিনি লেখেন, 'সম্মানীয় দিশোম গুরু আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আজ আমি একেবারে শূন্য হয়ে গেলাম।' 'দিশোম গুরু' বা ‘মহান নেতা’ নামে পরিচিত শিবু সোরেন ছিলেন ভারতের আদিবাসী রাজনীতির এক অগ্রগণ্য মুখ। তিনি তিনবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন এবং কেন্দ্রীয় সরকারের কয়লা মন্ত্রকের দায়িত্বও সামলেছেন একাধিকবার। গত কয়েক মাস ধরেই শরীর ভাল যাচ্ছিল না ঝাড়খণ্ড আন্দোলনের নেতা শিবু সোরেনের। জুন মাসে তাঁকে ভর্তি করানো হয় দিল্লির গঙ্গারাম হাসপাতালে। শিবু সোরেনের কিডনির সমস্যা ছিল। সম্প্রতি তাঁর মস্তিষ্কের ভিতর রক্তক্ষরণও হয়। এই অবস্থায় শুক্রবার প্রবীণ এই রাজনীতিকের শারীরিক পরিস্থিতির অবনতি হয়। তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, শিবুর শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও নতুন করে উন্নতিও হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন। কিন্তু শেষরক্ষা হল না।

শিবু সোরেনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল স্তর থেকে উঠে আসা এই রাজনীতিকের আদিবাসীদের উন্নয়নে উদ্যোগের কথা বিশেষভাবে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ লিখেছেন, 'শ্রী শিবু সোরেন জি ছিলেন একজন তৃণমূল স্তরের নেতা যিনি জনগণের প্রতি অটল নিষ্ঠার সঙ্গে জনজীবনের বিভিন্ন স্তরে উঠে এসেছিলেন। তিনি বিশেষ করে উপজাতি সম্প্রদায়, দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের প্রতি আগ্রহী ছিলেন। তাঁর মৃত্যুতে আমি মর্মাহত। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেন জি-র সঙ্গে কথা বলেছি এবং সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।'

রাজনৈতিক শিকড়

১৯৪৪ সালের ১১ জানুয়ারি বর্তমান ঝাড়খণ্ডের নেমরা গ্রামে সাঁওতাল আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন শিবু সোরেন। যা সেই সময় বিহারের অংশ ছিল। শৈশবে তাঁর বাবা স্থানীয় জমিদারদের হাতে নিহত হন, যা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলে। সেখান থেকেই শুরু হয় তাঁর জীবনের লড়াই। ভূমির অধিকার ও আদিবাসী সুরক্ষার দাবি তোলেন তিনি। গ্রামীণ আন্দোলনের মধ্যে দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। আদিবাসীদের জমির উপর অধিকার প্রতিষ্ঠার জন্য সংগঠিত করেন কৃষক-শ্রমিকদের। এই আন্দোলনের মধ্য দিয়েই গড়ে ওঠে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।বামপন্থী ট্রেড ইউনিয়ন নেতা এ কে রায় এবং কুর্মি মাহাতো নেতা বিনোদ বিহারী মাহাতোর সঙ্গে জোট বেঁধে১৯৭২ সালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা গঠন করেছিলেন তিনি। ২০০০ সালে বিহার থেকে আলাদা হয়ে পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের পিছনে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

শিবু সোরেন আদিবাসী জনগণের কাছে 'দিশোম গুরু' নামে জনপ্রিয় ছিলেন। কিন্তু তাঁর রাজনৈতিক জীবন বিতর্ক থেকেও মুক্ত ছিল না। ২০০৬ সালে একটি হত্যা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হলেও পরে আদালতের নির্দেশে সেই রায় বাতিল হয়ে যায়।

রাজনৈতিক যাত্রা

১৯৮০ সাল থেকে ২০০৫ পর্যন্ত ছয়বার লোকসভা সদস্য নির্বাচিত হয়েছিলেন শিবু সোরেন। পাশাপাশি রাজ্যসভাতেও তিনবার নির্বাচিত হন তিনি। ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে তিন দফায় কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি।পরে কয়লা কেলেঙ্কারিতেও তাঁর নাম জড়িয়েছিল।শিবু সোরেন তিনবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। মার্চ ২০০৫ (মাত্র ৯ দিনের জন্য), আগস্ট ২০০৮ থেকে জানুয়ারি ২০০৯ এবং ডিসেম্বর ২০০৯ থেকে মে ২০১০-পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে কোনওবারই পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। ১৯৮৭ সালে তিনি আনুষ্ঠানিকভাবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত তিনি টানা ওই পদে বহাল ছিলেন। প্রায় চার দশক ধরে তিনি ছিলেন দলের প্রধান চালিকাশক্তি ও আদিবাসী রাজনীতির মুখ।

রাজনৈতিক পরিবার

শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তাঁর পুত্রবধূ এবং হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনও একজন বিধায়ক। তাঁর ছোট ছেলে বসন্ত সোরেনও দুমকার বিধায়ক।ঝাড়খণ্ডের আদিবাসী রাজনীতির প্রাণপুরুষ হিসেবে পরিচিত শিবু সোরেনের মৃত্যুতে রাজ্য তথা দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Latest News

গুজরাটের ইলিশ সাধ মিটছে বাংলার, স্বাদেও নাকি অতুলনীয়! কত দামে বিকোচ্ছে? প্রথম বাঙালি হিসেব ইন্ডিয়ান আইডল জেতেন মানসী! এবার রূপমকে পাশে নিয়ে দিলেন সুখবর বেআইনিভাবে গাছ কাটার জেরেই বন্যা? কেন্দ্রকে জবাবদিহির নির্দেশ সুপ্রিম কোর্টের কপাল খুলে দেবে আদিত্য মঙ্গল যোগ! সুদিন ফিরছে ৩ রাশিতে, লাকি কারা? শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে কী লিখলে সবচেয়ে ভালো হয়? দেখে নিন সেরা ১০ মেসেজ ‘অনেক বয়স হয়েছে, লজ্জা করুন’, আশাকে আক্রমণ মহম্মদ রফির ছেলের! ছাড়লেন না লতাকেও পরিচালকের আসনে কৌশিক পুত্র উজান, করবেন অভিনয়ও, জুটি বাঁধবেন রাপূর্ণার সঙ্গে দশ হাতে দশ অস্ত্র নিয়ে অসুর নিধন করেন মা দুর্গা, জানেন কোন অস্ত্রের কোন মহিমা? জাহ্নবী থেকে তাপসী, এই সব অভিনেত্রীরা ক্রিকেটার হয়ে পর্দায় চমক দিয়েছিলেন! বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালদের ধস্তাধস্তি, সাসপেন্ড একাধিক BJP MLA

Latest nation and world News in Bangla

বেআইনিভাবে গাছ কাটার জেরেই বন্যা? কেন্দ্রকে জবাবদিহির নির্দেশ সুপ্রিম কোর্টের পপকর্ন মিমে ইতি টানল নয়া GST! নতুন ব্যবস্থায় কত কর গুণতে হবে? বেঙ্গালুরুতে ২ মাস ধরে নিখোঁজ, সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার বাংলার শ্রমিকের দেহ ‘সিন গুডস’-এর ঘাড়ে ৪০ শতাংশ GST-র কোপ, তালিকায় মদ, সিগারেট ছাড়া আর কী কী? ভারত ভেঙে একাধিক দেশ গড়ার ডাক, সীমা ছাড়ালেন অস্ট্রিয়ার রাজনীতিবিদ সিগারেটে ৪০ শতাংশ GST! কংগ্রেস ‘বিরোধিতা’ করতেই নির্মলার গলায় বিদ্রুপের সুর সবার সমান অধিকার রয়েছে বিশ্বে! ভারত, চিনের উদাহরণ দিয়ে ট্রাম্পকে খোঁচা পুতিনের? পর্তুগালের ঐতিহ্যবাহী রেলে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১৫, ছিল বিদেশি নাগরিকও টাইম পত্রিকায় এলন মাস্কের সঙ্গে সেরা ১০০-র তালিকায় মিতেশ! কোন কাজের জন্য? GST হারে সংশোধন নিয়ে 'কৃতিত্ব দাবি' তৃণমূলের, 'ট্রাম্প খোঁচা' চিদাম্বরমের

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.