বাংলা নিউজ > ঘরে বাইরে > Indians return home from Sudan: সুদান থেকে দেশে ফিরলেন ৩৬০ ভারতীয়, উঠল ‘ভারতীয় সেনা জিন্দাবাদ, মোদী জিন্দাবাদ
পরবর্তী খবর
Indians return home from Sudan: সুদান থেকে দেশে ফিরলেন ৩৬০ ভারতীয়, উঠল ‘ভারতীয় সেনা জিন্দাবাদ, মোদী জিন্দাবাদ
2 মিনিটে পড়ুন Updated: 27 Apr 2023, 08:08 AM ISTAyan Das
সুদানের সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনীর মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, তার জেরে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য 'অপারেশন কাবেরী' শুরু করেছে নয়াদিল্লি। ৭২ ঘণ্টার যে সংঘর্ষবিরতির ঘোষণা করা হয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে সুদান থেকে ভারতীয়দের বের করে নিয়ে এসে প্রাথমিকভাবে সৌদি আরবের জেড্ডায় আনা হচ্ছে।
দেশে ফিরে উচ্ছ্বাস ভারতীয়দের। (ছবি সৌজন্যে, টুইটার @DrSJaishankar)
সুদানের গৃহযুদ্ধের বিভাষিকা কাটিয়ে দেশে ফিরলেন ৩৬০ জন ভারতীয়। বুধবার সন্ধ্যায় সৌদি আরবের জেড্ডা থেকে বাণিজ্যিক উড়ানে তাঁরা নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরেই তাঁরা ‘ভারতীয় সেনা জিন্দাবাদ, মোদী জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকেন। তাঁদের স্বাগত জানিয়ে টুইটারে ভারতের বিদেশমন্ত্রী লেখেনে, ‘নিজের লোকেদের স্বাগত জানাচ্ছে ভারত। অপারেশন কাবেরীর আওতায় প্রথম বিমান নয়াদিল্লিতে পৌঁছাল। ৩৬০ ভারতীয় নিজেদের মাতৃভূমিতে ফিরলেন।’ তারইমধ্যে ভোররাতের দিকে সুদান থেকে ১২৮ জন ভারতীয়কে নিয়ে জেড্ডায় অবতরণ করেছে চতুর্থ বিমান। তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
সুদানের সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনীর মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, তার জেরে আফ্রিকার দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য 'অপারেশন কাবেরী' শুরু করেছে নয়াদিল্লি। ৭২ ঘণ্টার যে সংঘর্ষবিরতির ঘোষণা করা হয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে সুদান থেকে ভারতীয়দের বের করে নিয়ে এসে প্রাথমিকভাবে সৌদি আরবের জেড্ডায় আনা হচ্ছে। গত মঙ্গলবার প্রথম দফায় ভারতীয় নৌবাহিনীর আইএনএস মেধায় করে সুদান থেকে ২৭৮ জন ভারতীয়কে জেড্ডায় আনা হয়েছে।
উদ্ধারকাজে নেমেছে ভারতীয় বায়ুসেনার বিমানও। ভারতীয় বায়ুসেনার প্রথম সি-১৩০জে বিমানে ১২১ জন, দ্বিতীয় বিমানে ১৩৫ জন, তৃতীয় বিমানে ১৩৬ জন এবং চতুর্থ বিমানে ১২৮ জন ভারতীয়কে জেড্ডায় আনা হয়েছে। চতুর্থ বিমানটি বৃহস্পতিবার জেড্ডায় অবতরণ করেছে। যেখানে আছেন ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন। জেড্ডা থেকে পুরো উদ্ধারকাজ পরিদর্শন করছেন। তিনি জানিয়েছেন, যে ভারতীয়রা জেড্ডায় ফিরেছেন, তাঁদের দ্রুত দেশে ফেরানোর জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়েছে।
এখন কী অবস্থা সুদানের?
৭২ ঘণ্টার সংঘর্ষ-বিরতি চুক্তি হলেও সুদানের অবস্থা একেবারেই ভালো নয়। রাজধানী খার্তুম-সহ একাধিক জায়গা থেকে সশস্ত্র সংঘর্ষের খবর মিলেছে। তারইমধ্যে বাকি ভারতীয়দেরও দ্রুত সংঘর্ষ-কবলিত এলাকাগুলি থেকে বের করে আনার চেষ্টা করছে ভারত। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, যে এলাকাগুলিতে সংঘর্ষ চলছে, সেই এলাকাগুলি থেকে বাসে করে ভারতীয়দের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর তাঁদের পোর্ট সুদানে নিয়ে আসার বন্দোবস্ত করা হয়েছে। যেখান থেকে তাঁদের সমুদ্রপথ এবং আকাশপথে জেড্ডায় নিয়ে আসা হচ্ছে।
সূত্রের খবর, যত সময় যাচ্ছে, তত বেশি সংখ্যক ভারতীয়কে পোর্ট সুদানে নিয়ে আসা হচ্ছে। তবে খার্তুম থেকে ভারতীয়দের বের করে আনার ক্ষেত্রে এখনও সমস্যা আছে। সেখানকার মূল বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে যখন সুদানের তুমুল লড়াইয়ের শুরু হয়েছে, তখন আফ্রিকার দেশে প্রায় ৩,০০০ জন ভারতীয় ছিলেন।