
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মর্মান্তিক মৃত্যু হল এয়ার ইন্ডিয়ার এক ইঞ্জিনিয়ারের। রক্ষণাবেক্ষণ করার সময় বিমানের সিঁড়ি থেকে পড়ে ওই ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। মৃতের নাম রামপ্রকাশ সিং (৫৬)। ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। আশঙ্কাজনক অবস্থায় ওই ইঞ্জিনিয়ারকে উদ্ধার করে মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর চোট পেয়েছিলেন ওই ইঞ্জিনিয়ার। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: উড়িয়ে দেওয়া হবে Air India-র বিমান! হুমকি খলিস্তানির, ১৯৮৫-তে করা হয়েছিল একই কাজ
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামপ্রকাশ সিং এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। মঙ্গলবার রাতে তাঁর নাইট শিফটে ডিউটি ছিল। সেই সময় তিনি টার্মিনালে ৩ এ বিমানের রক্ষণাবেক্ষণ করছিলেন। সেই সময় দুর্ভাগ্যবশত তিনি সিঁড়ি থেকে নিচে পড়ে যান। ঘটনায় তাঁর মাথায় গুরুতর চোট লাগে। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় মণিপাল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে দিল্লি পুলিশের গোয়েন্দা এবং এফএসএল দলকে তদন্তের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়। এই ঘটনায় অন্য কোনও রহস্য আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।
বিমানের ইঞ্জিনিয়ারদের সংগঠন অল ইন্ডিয়া এয়ারক্রাফ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং ইউনিয়ন এই ঘটনার তথ্য সোশ্যাল মাধ্যমে শেয়ার করে দুঃখপ্রকাশ করেছে। সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘রামপ্রকাশ সিং বিমানের রক্ষণাবেক্ষণের সময় সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছেন। এটি খুব দুঃখজনক ঘটনা।’ এই ঘটনায় সংগঠনের তরফে মৃত ইঞ্জিনিয়ারের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সংগঠনটি জানিয়েছে, রামপ্রকাশ সিং একজন স্থায়ী কর্মী ছিলেন। বিমা কোম্পানি এবং ইউনিয়ন থেকে তাঁর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে কত ক্ষতিপূরণ দেওয়া হবে সে বিষয়টি এখনও জানা যায়নি। তবে অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে এই ক্ষতিপূরণ দেওয়া হয় না বলে জানা গিয়েছে। এই ঘটনার পরেই সমস্ত ইঞ্জিনিয়ারদের সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছে সংগঠনটি। এদিকে, এই ঘটনায় অন্য রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তার জন্য অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports