'দু'ঘণ্টায় কোটিপতি হয়ে যান!' আইপিএল, টি-২০ কিংবা ওয়ান ডে ম্যাচ চলাকালীন প্রায়ই টিভিতে বিজ্ঞাপনে এই লাইনগুলি শোনা যায়। যা হাতছানি দেয় গেম আসক্তদের। তারপর কোটিপতি হওয়ার স্বপ্নে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়ে মাথা চাপড়ান। এবার এই চিত্র চিরতরে বন্ধ হতে চলেছে দেশে।ভারতের শীর্ষস্থানীয় রিয়েল মানি গেমিং সংস্থা ড্রিম ১১(প্যারেন্ট কোম্পানি ড্রিম স্পোর্টস), গেমসক্রাফট, মোবাইল প্রিমিয়ার লিগ, জুপি তাদের প্ল্যাটফর্মে টাকা দিয়ে গেম খেলার অপারেশনগুলি বন্ধ করে দিয়েছে। লোকসভা এবং রাজ্যসভায় ‘অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল, ২০২৫’ পাস হওয়ার সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত নিয়েছে গেমিং সংস্থাগুলি।
কেন্দ্রীয় সরকারের এই নতুন আইনে অনলাইনে সমস্ত রিয়েল মানি গেমিং নিষিদ্ধ করা হয়েছে, যেখানে একজন ব্যবহারকারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টাকা জমা করে থাকে। আর সেই আমানত করা টাকা দ্বিগুণ লাভ করার প্রতিশ্রুতি দেওয়া হয় বিজেতা হলে, সেই টাকা জেতার আশায় এই গেম খেলতেন ভারতের অধিকাংশ লোক।শুধুমাত্র গেমের উপরেই নিষেধাজ্ঞা নয়, গেমের প্রচার করলেও কড়া শাস্তির মুখে পড়তে হবে। তিন বছরের জেল এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।সংসদের দুই কক্ষেই বিল পাস হওয়ায়, এবার শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা। তারপরই আইনে পরিণত হবে এই বিল। এই আবহে পাততাড়ি গোটাতে শুরু করছে অনলাইন গেমিং অ্যাপগুলি।
ড্রিম ১১(প্যারেন্ট কোম্পানি ড্রিম স্পোর্টস)
ড্রিম স্পোর্টস সংস্থা সম্প্রতি চালু হওয়া ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ ড্রিম পিক্সে সমস্ত ‘পে টু প্লে’ কনটেস্ট স্থগিত করেছে, যা ব্যবহারকারীদের চার খেলোয়াড়ের দল তৈরি করতে এবং উভয় ইনিংসে প্রতিযোগিতা করতে দেয়। সংস্থাটি তাদের ক্যাজুয়াল আরএমজি অ্যাপ ড্রিম প্লে-ও স্থগিত করেছে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে ড্রিম স্পোর্টস জানিয়েছে, ‘অনলাইন গেমিং বিল ২০২৫-এর প্রচার ও নিয়ন্ত্রণ সম্পর্কিত সাম্প্রতিক আইন পাসের প্রেক্ষিতে আমরা আমাদের প্ল্যাটফর্মে সমস্ত পে টু প্লে ফ্যান্টাসি স্পোর্টস কনটেস্ট স্থগিত করছি। আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স নিরাপদ থাকবে এবং আপনি ড্রিম ১১ অ্যাপ থেকে এই টাকা তুলে নিতে পারবেন।’ রাষ্ট্রপতির সম্মতিতে এই অনলাইন গেমিং আইন পাস হওয়ার পরে ড্রিম স্পোর্টস সংস্থা তাদের ফ্ল্যাগশিপ ড্রিম১১ অ্যাপে পেইড কনটেস্ট স্থগিত করার পরিকল্পনা করেছে।
মোবাইল প্রিমিয়ার লিগ (এমপিএল)
রিয়েল মানি গেমিং প্ল্যাটফর্ম মোবাইল প্রিমিয়ার লিগ জানিয়েছে, তারা তাদের প্ল্যাটফর্মে টাকা নিয়ে সমস্ত গেমিং অফার স্থগিত করেছে। যদিও নতুন করে আর কোনও টাকা জমা নেওয়া হবে না, তবে গ্রাহকরা নির্বিঘ্নে তাদের ব্যালেন্সে পড়ে থাকা টাকা তুলে নিতে পারবেন বলেই জানিয়েছে সংস্থার মুখপাত্র।এমপিএল প্ল্যাটফর্ম থাকলেও, এতে অনলাইনে টাকা বিনিয়োগ করে যে গেমগুলি খেলা হত, তা আর পাওয়া যাবে না। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা জুড়ে ১২০ মিলিয়নেরও বেশি রেজিস্টার্ড ইউজার রয়েছে।
জুপি
জুপিও তাদের সমস্ত পেইড গেম বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। এই প্ল্যাটফর্মে এখন লুডো সুপ্রিম, লুডো টার্বো, স্নেকস অ্যান্ড ল্যাডার, ট্রাম্প কার্ড ম্যানিয়ার মতো গেমগুলি নিখরচায় খেলা যাবে। জ়ুপিতেও ১৫০ মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, 'আমাদের গ্রাহকরা প্ল্যাটফর্মে তাদের প্রিয় গেমগুলি উপভোগ করতে পারে। নতুন অনলাইন গেমিং বিল ২০১৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা প্রদত্ত গেমগুলি বন্ধ করছি, তবে লুডো সুপ্রিম, লুডো টার্বো, স্নেকস এবং লেডারস এবং ট্রাম্প কার্ড ম্যানিয়া সমস্ত ব্যবহারকারীর জন্য বিনামূল্যে উপলব্ধ থাকবে।'
উল্লেখ্য, কেন্দ্রের এই সিদ্ধান্তে শুধুমাত্র গেমিং প্ল্যাটফর্মগুলি যে বিপুল আর্থিক লোকসানের মুখে পড়বে, তাই নয়, হাজার হাজার মানুষ চাকরিও খোয়াবে।