ভারতের ওপর তাঁর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে সমর্থন করেই ফের একবার শুল্ক ইস্যুতে মুখ খুললেন ট্রাম্প। আর এবারেও তিনি তাঁর ফের পুরনো দাবিতেই অনড় রইলেন। এবারও বললেন, ভারত তাঁকে ‘বিনা শুল্ক’র প্রস্তাব দিয়েছে। এখানেই শেষ নয়। শুল্ক নিয়ে তাঁর দক্ষতা কতটা তাও প্রকাশ করেছেন ট্রাম্প।
দ্য স্কট জেনিংস রেডিও শোতে একটি টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প ভারতকে ‘বিশ্বের সবচেয়ে শুল্কযুক্ত দেশ’ হিসাবে বর্ণনা করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে তাঁর শুল্ক কৌশল নয়াদিল্লিকে ছাড় দিতে বাধ্য করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘চিন আমাদের শুল্ক দিয়ে মারছে, ভারত আমাদের শুল্ক দিয়ে মারছে, ব্রাজিল আমাদের শুল্ক দিয়ে মারে। আমি তাদের চেয়ে শুল্ক ভালভাবে বুঝতে পেরেছি, আমি বিশ্বের যে কোনও মানবের চেয়ে শুল্ক ভালভাবে বেশি বুঝতে পেরেছি।’
এরপর তিনি ভারতের দ্বারা ‘বিনা শুল্ক’ চুক্তির প্রস্তাব দেওয়ার দাবি ফের তুলে ধরে বলেন, ‘ভারত বিশ্বের সবচেয়ে বেশি শুল্কযুক্ত দেশ ছিল, এবং আপনি জানেন, তারা আমাকে ভারতে আর কোনও শুল্ক দেয়নি। বিনা শুল্ক। যদি আমার শুল্ক না চাপাতাম, তাহলে তারা কখনই সেই প্রস্তাব দিত না। ফলে আপনার শুল্ক থাকাই উচিত।’