বাংলা নিউজ > ঘরে বাইরে > Congress on Surgical Strike: দিগ্বিজয়ের সার্জিক্যাল স্ট্রাইক মন্তব্যে দায় ঝাড়ল কংগ্রেস, তবে বলল ‘আগেও হয়েছে’
পরবর্তী খবর
Congress on Surgical Strike: দিগ্বিজয়ের সার্জিক্যাল স্ট্রাইক মন্তব্যে দায় ঝাড়ল কংগ্রেস, তবে বলল ‘আগেও হয়েছে’
1 মিনিটে পড়ুন Updated: 23 Jan 2023, 09:06 PM ISTAyan Das
Congress on Surgical Strike: কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ‘(সার্জিক্যাল স্ট্রাইক) বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং যে কথা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মতামত। তা কংগ্রেসের অবস্থান নয়।’
রাহুল গান্ধীর সঙ্গে দিগ্বিজয় সিং। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দিগ্বিজয় সিং যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ ব্যক্তিগত। তা কংগ্রেসের অবস্থান নয়। এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সেইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দিলেন যে ২০১৪ সালের আগেও সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল।
সোমবার টুইটারে রমেশ বলেন, '(সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে) বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং যে কথা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মতামত। তা কংগ্রেসের অবস্থান নয়। ২০১৪ সালের আগেও (নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার আগে এবং কংগ্রেসের আমলে) সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। জাতীয় স্বার্থে যে কোনও সামরিক পদক্ষেপকে আগেও সমর্থন জানিয়ে এসেছে কংগ্রেস এবং ভবিষ্যতেও সমর্থন জানাতে থাকবে।'
কী বলেছিলেন দিগ্বিজয়?
দেশের সাধারণতন্ত্র দিবসের আগে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিতর্কিত মন্তব্য করেন দিগ্বিজয়। জম্মুতে তিনি বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে কথা বলে (নরেন্দ্র মোদী সরকার)। (দাবি করে যে) আমরা এত লোক মেরেছি (পড়ুন জঙ্গি খতম করেছি)। কিন্তু কোনও প্রমাণ নেই। স্রেফ মিথ্যার আশ্রয়ে এরা (বিজেপি) রাজত্ব করছে। আপনাদের বলতে চাই যে এই দেশ সকলের।’
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা আরও বলেন, 'পুলওয়ামায় হামলা চলল। আমাদের ৪১ জন জওয়ান শহিদ হলেন। কেন তাঁদের শহিদ হতে হল? সিআরপিএফের অধিকর্তা সতর্ক করেছিলেন যে এটা (পুলওয়ামা) সংবেদনশীল অঞ্চল। তাই বিমানে করে শ্রীনগর থেকে দিল্লিতে জওয়ানদের পাঠানো হোক। কিন্তু মোদীজি তা শোনেননি। কেন সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন?'
সেই মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেসকে পাকিস্তানের দল হিসেবে আক্রমণ শানায় বিজেপি। গেরুয়া শিবিরের জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, 'আবারও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস এবং পুলওয়ামা হামলায় পাকিস্তানের মতো কথা বলছে। ২৬/১১ হামলার জন্যও ভারতকে দায়ী করেছিলেন দিগ্বিজয় সিং। রাহুলজি বলেছিলেন, সৈনিকদের পেটানো হয়েছে. এটা ভারতীয় কংগ্রেস নয়, বরং পিপিপি - পাক পরাস্ত পার্টি। যা আমাদের বাহিনীর মনোবলকে ধাক্কা দিচ্ছে। লজ্জাজনক।'
সেই পরিস্থিতিতে কংগ্রেসের তরফে দিগ্বিজয়ের মন্তব্যের থেকে দূরত্ব তৈরি করা হয়েছে। বিশেষত চলতি বছর একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন এবং আগামী বছর লোকসভা নির্বাচনের আগে যে মন্তব্য নিয়ে অস্বস্তিতে পড়ে গিয়েছে কংগ্রেস। ওই মন্তব্য নিয়ে বিজেপি কংগ্রেসকে আক্রমণ শানাতে শুরু করেছে।