এই ভুলটা করেছেন? তাহলে ১ জুলাই থেকে চড়া হারে কাটা যাবে TDS
1 মিনিটে পড়ুন Updated: 30 Jun 2021, 05:48 PM IST- মাধ্যমে কাজ শুরু করে দিয়েছে।
নয়া টিডিএস নিয়ম
এতদিন যে হারে কাটা হত, এবার থেকে তার থেকে বেশি হারে কাটা হবে টিডিএস। আয়কর আইনের নির্দিষ্ট ধারায় যে হারে টিডিএস কাটার বিধান আছে, তার দ্বিগুণ টাকা গুনতে হবে। অথবা যে হারে টিডিএস কাটা হয়, তার দ্বিগুণ হারে কাটা হবে টিডিএস। অথবা পাঁচ শতাংশ হারে টিডিএস হবে বলে জানানো হয়েছে।
কোন কোন ক্ষেত্রে নয়া টিডিএস নিয়ম কার্যকর হবে না?
অভিষেক সোনি বলেছেন, ‘যদি গত দুটি অর্থবর্ষে ৫০,০০০ টাকার কম (প্রতি বছর ৫০,০০০ টাকার কম) টিডিএস কাটা হয় অথবা আপনি গত দুটি অর্থবর্ষ ধরে নিয়মিত আয়কর রিটার্ন জমা দিলে সংশ্লিষ্ট ধারার আওতাভুক্ত এই নিয়ম কার্যকর হবে না।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, বেতন-বাবদ আয় (১৯২), লটারি (১৯৪বি), ঘোড়াদৌড়ি (১৯৪বিবি), পিএফ (১৯২এ), ট্রাস্টের আয় (১৯৪এলবিসি) এবং নগদ তোলার (১৯৪এন) ক্ষেত্রে কার্যকর হবে না নয়া নিয়ম। সেইসঙ্গে যে প্রবাসীদের ভারতে স্থায়ী কোনও প্রতিষ্ঠান নেই, তাঁদের ক্ষেত্রেও বাড়তি টিডিএস কাটার নিয়ম কার্যকর হবে না।