রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লির জনজীবন। এরমধ্যে রাজধানীতে তুমুল বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ায় একটি বাড়ির উপর গাছ ভেঙে পড়ে এক মহিলা ও তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ওই মহিলার স্বামী। এই পরিস্থিতিতে আইএমডির তরফে দিল্লিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। (আরও পড়ুন: হেন করেঙ্গা, তেন করেঙ্গা! ফাঁকা পকেটে ভুলভাল প্রচার পাকিস্তানের)
আরও পড়ুন-'নিজের জগতে বাস করেন…!', ‘শরবত জিহাদ’ নিয়ে রামদেবকে তুলোধোনা দিল্লি হাইকোর্টের
দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির নাজাফগড় এলাকায়। শুক্রবার ভোরে দিল্লিতে তুমুল বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে শুরু করে। তীব্র হাওয়ার জেরে ওই মহিলার বাড়ির উপর গাছ উপড়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান চার জন।খবর পেয়েই দ্রুত পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী।ধ্বংসস্তূপের নিচে থেকে মহিলা এবং তার তিন সন্তানের দেহ উদ্ধার হয়েছে।গুরুতর আহত অবস্থায় ওই মহলের স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মর্গে স্থানান্তরিত পাঠানো হয়েছে। তদন্ত চলছে।অন্যদিকে, প্রবল বৃষ্টিতে দিল্লি–এনসিআর এলাকার একাধিক জায়গা জলমগ্ন। দ্বারকা, খানপুর, রিং রোড, মিন্টো রোড, লাজপত নগর, মোতিবাগে হাঁটু সমান জল জমে গিয়েছে।ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে।সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। (আরও পড়ুন: 'পাকিস্তানের মাটিতে যে সন্ত্রাসবাদ আছে…', এবার ঘুরিয়ে চড় US ভাইস প্রেসিডেন্টের)
আরও পড়ুন: 'আমাদের পূর্ণ সমর্থন রয়েছে মোদীর জন্যে', লাদেন খতমের বার্ষিকীতে বার্তা USA-র
দিল্লিতে সবচেয়ে খারাপ পরিস্থিতি বিমান পরিষেবায়। ইতিমধ্যে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০০ বিমানের উড়ান বাতিল করা হয়েছে। কয়েকশো বিমানের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।ঝোড়ো হাওয়া ও ঝুলোঝড়ের জেরে রাজধানীতে বৃহস্পতিবার বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। তিনটি বিমানকে আহমেদাবাদ ও জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়। জয়পুরে ঘুরিয়ে দেওয়া বিমানদুটির মধ্যে একটি বেঙ্গালুরু–দিল্লি, অপরটি পুণে–দিল্লি ছিল। বিমান ওঠানামার ক্ষেত্রে অন্তত ২১ ও ৬১ মিনিট বিলম্ব হয়েছে। অন্তত ২০টি বিমান দেরিতে উড়েছে।এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এক্স হ্যান্ডলে জানিয়েছে, ‘দিল্লি থেকে বিমান চলাচলে বিলম্ব হয়েছে। বেশ কয়েকটি উড়ান অন্যত্র অবতরণ করেছে। দ্রুত পরিস্থিতি সমাধানের চেষ্টা হচ্ছে।’
আরও পড়ুন: প্রতিবেশী দেশকে দেউলিয়া করতে অঙ্ক কষছে ভারত, নিজের কর্মের ফল পাবে পাকিস্তান?