বাংলা নিউজ > ঘরে বাইরে > একের পর এক মন্দিরে হামলা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ মোদীর
পরবর্তী খবর
একের পর এক মন্দিরে হামলা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ মোদীর
1 মিনিটে পড়ুন Updated: 10 Mar 2023, 05:46 PM ISTSatyen Pal
অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, দুপক্ষই তাদের প্রতিরক্ষা ও সুরক্ষা সংক্রান্ত সহযোগিতার বিষয়গুলিকে আরও দৃঢ় করতে বদ্ধপরিকর। ইন্দো প্য়াসিফিক রিজিয়নে একেবারে খোলাখুলি ও মজবুত সমণ্বয় তৈরিতে আমরা বদ্ধপরিকর।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের (ANI Photo)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের। প্রতিরক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গেই অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরের উপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যৌথ মিডিয়া বিবৃতিতে মোদী জানিয়েছেন., দুপক্ষের মধ্য়ে পারস্পরিক সুরক্ষা সংক্রান্ত ব্যাপারে কথাবার্তা হয়েছে। ইন্দো প্য়াসিফিক রিজিয়নে নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে কথাবার্তা হয়েছে। দ্বিপাক্ষিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার ব্যাপারেও কথাবার্তা হয়েছে।
অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, দুপক্ষই তাদের প্রতিরক্ষা ও সুরক্ষা সংক্রান্ত সহযোগিতার বিষয়গুলিকে আরও দৃঢ় করতে বদ্ধপরিকর। ইন্দো প্য়াসিফিক রিজিয়নে একেবারে খোলাখুলি ও মজবুত সমণ্বয় তৈরিতে আমরা বদ্ধপরিকর।
অন্যদিকে মোদী জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে মন্দিরে যে হামলার ঘটনা হয়েছে তা নিয়ে তিনি উদ্বিগ্ন। এদিকে ভারতের পক্ষ থেকে চলতি সপ্তাহে ক্যানবেরাকে এনিয়ে একাধিক বার বলা হয়েছে। মনে করা হচ্ছে খলিস্থানপন্থী লোকজন এই ঘটনার পেছনে থাকতে পারে।