৪৫ বছরেরও বেশি সময় পার করার পর এবার নতুন ঠিকানা পেতে চলেছে জাতীয় কংগ্রেসের প্রধান কার্যালয়। হিসাব বলছে, সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসের সদর দফতর ছিল নয়াদিল্লির ২৪ নম্বর আকবর রোডের ভবনটি। আর এবার সেই অফিস উঠে যাচ্ছে কোটা মার্গের 'ইন্দিরা গান্ধী ভবন'-এ। আগামী ১৫ জানুয়ারি এই নয়া ঠিকানায় কংগ্রেসের নতুন সদর দফতরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
দলের প্রধান কার্যালয়ের এই ঠিকানা বদল নিয়ে নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন সংগঠনের দায়িত্বে থাকা প্রবীণ কংগ্রেস নেতা তথা দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। নিজের এক্স পোস্টে তিনি লিখেছেন, 'এটা হল সেই সময়, যখন আমাদের এগিয়ে যেতে হবে এবং নতুনকে স্বাগত জানাতে হবে।'
নিজের ওই পোস্টেই বেণুগোপাল জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর উপস্থিতিত দলের এই সদর দফতর উদ্বোধন করা হবে।
নিজের পোস্টে বেণুগোপাল আরও জানিয়েছেন, যখন সোনিয়া গান্ধী কংগ্রেসের সভানেত্রী ছিলেন, সেই সময় থেকেই এই নতুন কার্যালয় ভবনটির নির্মাণকাজ শুরু করা হয়েছিল।
আগামী ১৫ জানুয়ারির ওই উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও এআইসিসি অফিস বেয়ারাররা, বিভিন্ন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি, কংগ্রেস সংসদীয় দলের নেতৃত্ব, দলের সাংসদরা, বিভিন্ন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন। সব মিলিয়ে আমন্ত্রিতদের তালিকায় ৪০০ জন কংগ্রেস সদস্যের নাম রয়েছে বলেও জানা গিয়েছে।
বেণুগোপাল এই প্রসঙ্গে বলেন, 'কোটা রোডের ৯এ নম্বর ঠিকানায় অবস্থিত ইন্দিরা গান্ধী ভবন দলের এবং দলীয় নেতৃত্বের সমস্ত প্রয়োজন পূরণ করবে। সমস্ত প্রশাসনিক, সাংগঠনিক এবং কৌশলগত কর্মকাণ্ডে সহায়তা প্রদান করার লক্ষ্যে এখানে সব ধরনেরই আধুনিক পরিকাঠামো তৈরি করা হয়েছে।'
তিনি আরও জানিয়েছেন, 'এই অনবদ্য ভবনটি একইসঙ্গে কংগ্রেস দলের অগ্রগামী ভাবনাকে প্রতিফলিত করে, আবার সেই অসাধারণ অতীতের প্রতিও সম্মান প্রদর্শন করে, যা ভারতের রাজনৈতিক এবং সামাজিক কাঠামোর রূপ নির্মাণ করেছে।'
অন্যদিকে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নতুন ঠিকানা পাওয়ার পরও, তাদের পুরোনো সদর কার্যালয়টি খালি করবে না শতাব্দী প্রাচীন এই দল। ১৯৭৮ সাল থেকে ২৪ নম্বর আকবর রোডের বাড়িটিই তাদের সদর দফতর হিসাবে কাজ করে গিয়েছে।