সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সদ্য জম্মুতে ‘ভারত জোড়ো যাত্রা’র এক সভা থেকে এক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে চলে যান কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং। সেই বিতর্ক ঘিরে দল দিগ্বিজয়ের থেকে দূরত্ব বাড়ায়। এরপর আরও এক কংগ্রেস নেতা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মুখ খুললেন। কংগ্রেসের সাংসদ রশিদ আলভি দাবি করেন, এবার সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিয়ো যাতে প্রকাশ্যে আনা হয়।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ আলভি বলেন, 'আমাদের আস্থা রয়েছে আমাদের নিরাপত্তা বাহিনীর ওপর। তবে বিশ্বাস করতে পারি না বিজেপি সরকারকে। সরকার বলছে তাদের কাছে ভিডিয়ো (সার্জিক্যাল স্ট্রাইকের) আছে। কী ভুল করেছেন দিগ্বিজয় সিং ওই ভিডিয়ো চেয়ে? আমরা কোনও প্রমাণ চাই না। তবে সরকারের এটা দেখানো উচিত। দেখানো উচিত সেই ভিডিয়োটি যা তাদের কাছে আছে।' রশিদ আলভি বলেন, 'আমি সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন করছি না। আমি প্রশ্ন করছি, যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদের বিরোধী বক্তব্য নিয়ে। অমিত শাহ একরকমের সংখ্যা বলছেন, যোগী আদিত্যনাথ আরেক রকমের সংখ্যা বলছেন।' বক্তব্যে তিনি সাফ জানিয়েছেন, ‘কংগ্রেসের শ্রদ্ধা রয়েছে দেশের সেনার প্রতি।’
দিগ্বিজয় সিংয়ের মন্তব্য নিয়ে রাহুল গান্ধী যে বক্তব্য রেখেছেন, তা নিয়ে বলতে গিয়ে রশিদ আলভি বলছেন, ‘ রাহুল গান্ধীও একই কথা বলেছেন যে, আমরা সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাই না।’ আলভি বলেন, ‘কোন বিজেপি নেতাকে এই নিয়ে বিশ্বাস করা যাবে’ সেটাই হল প্রশ্ন। তিনি বলেন,' বিজেপি এমন একটা ভাব করে যেন দেশের সেনার বর্ধিত অংশ বিজেপি। সেনা হল দেশের। বিজেপির নয়।' আলভির বক্তব্য বিজেপি জেনে বুঝে কোনও বিতর্ক খাড়া করতে চাইছে এই ইস্যুতে। এদিকে, বিষয়টি নিয়ে মুখ খুলে বিজেপির শেহজাদ পুনাওয়ালা বলছেন, ‘এটা শুধু দিগ্বিজয় সিংয়ের মন্তব্য নয় সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে। সিনিয়র কংগ্রেস নেতা রশিদ আলভি দেশের বীর সৈনিকদের সাহস নিয়ে সন্দেহ করছেন। ঠিক যেমনটা করেন কংগ্রেসের বাকি নেতারা।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup