সুতীর্থ পত্রনবীশ
চিনের পিপলস লিবারেশন আর্মি(পিএলএ)বুধবার জানিয়েছে স্বশাসিত তাইওয়ানের বিরুদ্ধে তারা এবার মিলিটারি এক্সারসাইজ করতে পারে। আমেরিকার সঙ্গে তাদের আপত্তিকর সম্পর্কের জেরেই এই অভিযান তারা করবে।এদিকে দিন দুয়েক আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন যদি চিন আইল্যান্ডে আঘাত হানে তবে ওয়াশিংটন এতে জড়াবে।
বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে চিনের ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র Senior Colonel Shi Yi জানিয়েছেন, পিএলএর ইস্টার্ন থিয়েটার কমান্ড সম্প্রতি তাওয়ানের চারদিকে যৌথ টহলদারি ও সামরিক মহড়ার জন্য সংগঠিত হয়েছে। মার্কিন ও তাইওয়ানের মধ্যে পারস্পরিক যোগাযোগের পরিপ্রেক্ষিতে এটা কড়া বার্তা।
তিনি আরও জানিয়েছেন, এটা কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। আর আমেরিকাকে তার ভয়ঙ্কর ফল ভুগতে হবে।
তবে এই ধরনের মহড়া কবে হয়েছে সেব্যাপারে শি অবশ্য কোনও মন্তব্য করেননি। অন্যদিকে গ্লোবাল টাইমসে চিনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র Senior colonel Tan Kefei জানিয়েছেন, পিএলএ যুদ্ধের আদেশের জন্য় অপেক্ষা করছে। বাইরের কোনও শক্তি নাক গলালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও তৈরি।