'কৃষি আয়' হিসেবে দেখিয়ে কর ফাঁকি দেওয়া যাবে না। আরও কঠিন নজরদারির নীতি নিল কেন্দ্রীয় সরকার। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি কর নীতিতে ফাঁকফোকর তুলে ধরে। তারপরেই কড়া হওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের।
অতি-ধনী কৃষকদের এবার থেকে কড়া নজরদারি করবে আয়কর কর্তৃপক্ষ। আইনের অধীনে 'করমুক্ত' -এমন ক্ষেত্রে, যেখানে আয় বছরে ১০ লক্ষ টাকার সীমা ছাড়িয়ে যায়, তেমন ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা নেওয়া হবে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কমিটি জানিয়েছে, প্রায় ২২.৫% ক্ষেত্রে, সঠিক মূল্যায়ন এবং নথির যাচাই ছাড়াই কর-মুক্ত আয়ের দাবিতে অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্যানেল 'কৃষি আয় সম্পর্কিত মূল্যায়ন' শীর্ষক রিপোর্টে এই উল্লেখ করে। এটি ভারতের অডিটর এবং কম্পট্রোলার জেনারেলের রিপোর্টের উপর ভিত্তি করে করা হয়েছে। অতি-ধনী কৃষকরা কীভাবে কর ফাঁকি দিচ্ছেন? তার একটা সহজ উদাহরণ তুলে ধরা হয়েছে রিপোর্টে। ছত্তিশগড়ের এক কৃষিজীবীর উল্লেখ করা হয়েছে। উক্ত কৃষিজীবী তাঁর কৃষি জমি বিক্রি করে ১.০৯ কোটি টাকার বিপুল অঙ্ক পান। কিন্তু সেটা কৃষি আয়-এর আওতায় দেখিয়ে কর ছাড়ের দাবি করেন।