বাসভবনে সিবিআইয়ের ১৪ ঘণ্টার তল্লাশির শেষে সাহসী মুখ তুলে ধরার চেষ্টা করলেন মণীশ সিসোদিয়া। নিজেকে নির্দোষ হিসেবে দাবি করে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন, রাজনৈতিক কারণে সিবিআইকে অপব্যবহার করা হচ্ছে। তারইমধ্যে আম আদমি পার্টির (আপ) দাবি, অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পাচ্ছে বিজেপি। ২০২৪ সালে নরেন্দ্র মোদী বনাম কেজরিওয়াল লড়াই হবে।
আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে শুক্রবার সকালে সিসোদিয়ার দিল্লির বাসভবনে আসেন সিবিআই আধিকারিকরা। যে মামলার এফআইআরে সিসোদিয়া-সহ ১৫ জনের নাম আছে। প্রায় ১৪ ঘণ্টা তল্লাশির পর রাত ১১ টা নাগাদ দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
দীর্ঘ তল্লাশি অভিযানের পরও রাতে সিসোদিয়া ধীরস্থির লাগছিল। সিবিআই আধিকারিকরা চলে যাওয়ার পর সিসোদিয়া দাবি করেন, তাঁর বাসভবন থেকে কম্পিউটার, ফোন এবং বিভিন্ন সরকারি ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সিসোদিয়া বলেন, 'সকালে সিবিআইয়ের দল এসেছিল এবং পুরো বাসভবনে তল্লাশি চালিয়েছে। আমরা পূর্ণ সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব।'