মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন যে তারা ভারতের সাথে শুল্ক চুক্তির 'খুব কাছাকাছি' রয়েছেন। এর আগে বৃহস্পতিবারই তিনি বলেছিলেন, 'হয়ত শীঘ্রই আরও একটি চুক্তি হতে চলেছে'। সেই মন্তব্য করার কয়েক ঘণ্টা পরই তিনি দাবি করেন, ভারতের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে অনেকটাই এগিয়েছে আমেরিকা। উল্লেখ্য, গত দু'দিন ধরেই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে আসছিলেন ট্রাম্প। (আরও পড়ুন: চিনা মাদক পাচারের অভিযোগে আমেরিকায় ধৃত পঞ্জাবি গ্যাংস্টার, কে এই ওপিন্দর সিং?)
পারস্পরিক শুল্কের জন্য ১ অগস্টের সময়সীমা ধার্য করেছেন ট্রাম্প। এর আগে ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি করেছে বেশ কিছু দেশ। সেই দেশগুলির তালিকায় থাকতে পারে ভারতও। 'রিয়েল আমেরিকাস ভয়েসকে' দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্র ভারতের শুল্ক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে।' এদিকে, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দল বাণিজ্য চুক্তি নিয়ে আরেক দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছে।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি ঘোষণা করে, যার অধীনে ট্রাম্প ৩২ শতাংশ শুল্ক কমিয়ে মাত্র ১৯ শতাংশ করেন। সেই সময় ভারতের সঙ্গে শুল্ক চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেছিলেন, ভারত এবং আরও কয়েকটি দেশের সাথেও 'একই রকম' চুক্তি হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, 'আমরা একটি চমৎকার চুক্তি করেছি, তিনি (ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট) যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করার জন্য পুরো দেশের দরজা খুলে দিয়েছেন।' ১ অগস্টের শুল্ক সময়সীমার আগে কতগুলি দেশের সঙ্গে এই ধরনের বাণিজ্য চুক্তি আশা করা যেতে পারে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমি মনে করি ভারতের সাথেও একই রকম কিছু ঘটবে। এছাড়াও আমাদের আরও কয়েকটি চুক্তির সম্ভাবনা রয়েছে।'
রিপোর্ট অনুযায়ী, ১৪ জুলাই থেকে ভারত ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। ১৭ জুলাই আলোচনা শেষ হবে বলে জানা গেছে। চলতি মাসের গোড়ার দিকে ভারতের বাণিজ্য মন্ত্রক পীযূষ গোয়েল বলেছিলেন, নির্ধারিত সময়সীমার ভিত্তিতে ভারত কোনও বাণিজ্য চুক্তি করবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি তখনই মেনে নেওয়া হবে, যখন তা চূড়ান্ত, যথাযথভাবে সম্পাদিত হবে এবং জাতীয় স্বার্থে হবে। যদি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ১ অগস্টের আগে শুল্ক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে ভারতীয় পণ্যগুলিতে অতিরিক্ত ১৬ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করা হবে। এরই সঙ্গে ১০ শতাংশ বেসলাইন শুল্কও যোগ হবে তাতে।