এমনিতে পুনর্গণনা হবে না। শুধু যেখানে বাতিল পোস্টাল ব্যালটের তুলনায় জয়ের ব্যবধান কম হবে, সেখানে পুনরায় গণনা হবে। এমনটাই জানাল নির্বাচন কমিশন।
বিহারের তিনটি বিধানসভায় পরাজয়ের ব্যবধান কম হওয়ায় পুনরায় গণনার দাবি তুলেছিল সিপিআই-এমএল। তার পরিপ্রেক্ষিতে কমিশনের তরফে বলা হয়, ‘যেখানে গণনার সময় অবৈধ হিসেবে পোস্টাল ব্যালটকে বাতিল করে দেওয়ার সংখ্যার তুলনায় জয়ের ব্যবধান কম, সেখানে রিটার্নিং অফিসারকে বাধ্যতামূলকভাবে প্রতিটি পোস্টাল ব্যালটকে আবারও যাচাই করতে হবে। যেখানে সেই যাচাই প্রক্রিয়া চলছে, সেখানে কমিশনের নির্দেশিকার ভিত্তিতে পুরো প্রক্রিয়াটির ভিডিয়ো করতে হবে।’
অন্যদিকে, বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ফোনের পর 'মহাগঠবন্ধন'-এর আসন সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছিল, তাও খারিজ করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সেক্রেটারি-জেনারেল উমেশ সিনহা সাফ বলেন, ‘কারও চাপে কোনওদিন কাজ করেনি নির্বাচন কমিশন। বিহারের বিধানসভা ভোটের ফল ঘোষণার জন্য সব আধিকারিকরা আন্তরিকভাবে কাজ করছেন।’
বিহার বিধানসভা ভোট ফলাফল লাইভ আপডেট দেখুন এখানে
মঙ্গলবার সারাদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ ল্যাপে সামান্য লিড ধরে রেখেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। আপাতত যে পরিসংখ্যান মিলছে, তাতে ১১০ টি আসনে জিতেছেন 'মহাগঠবন্ধন'-এর প্রার্থীরা। এনডিএ জোটের ঝুলিতে ইতিমধ্যে ১২৩ টি আসন এসেছে। একটি আসনে এগিয়ে আছেন এনডিএ প্রার্থী।