বাকি রাজ্যে তেমন দাগ কাটতে পারেনি। কিন্তু সীমাঞ্চলে এতটাই প্রভাব বিস্তার করল এআইএমআইএম, যে তাতে সম্ভবত ‘মহাগঠবন্ধন’-এর সংখ্যাগরিষ্ঠতার স্বপ্ন চুরমার হয়ে গেল। আর মুসলিম-অধ্যুষিত এলাকায় ভোট কাটাকুটির সুফল ঘরে তুলল এনডিএ জোট।
বিহারের সীমাঞ্চলের চার জেলা - পূর্ণিয়া, কাটিহার, অররিয়া এবং কিষানগঞ্জের ২৪ টি বিধানসভা আসনে ভোটার সংখ্যা প্রায় ৬০ লাখ। যা এবারের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলে আগেভাগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞ। সংখ্যালঘু-অধ্যুষিত সেই অঞ্চলে গতবার একতরফা দাপট দেখিয়েছিল কংগ্রেস, আরজেডি এবং জেডিইউয়ের জোট। কিন্তু আসাউদ্দিন ওয়েইসির দলের ১৩ জন প্রার্থীর কারণে এবার সমীকরণ পুরোপুরি পালটে গিয়েছে।
বিহার বিধানসভা ভোট ফলাফল লাইভ আপডেট দেখুন এখানে
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট পর্যন্ত আমৌরেতে ৫৫.৮৫ শতাংশ ভোট পেয়েছেন এআইএমআইএমের রাজ্য সভাপতি আখতারুল ইমান। তাঁর থেকে ৩৬,০৫৫ ভোটে পিছিয়ে আছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা জেডিইউ প্রার্থী সাবা জাফর। কোচাধামনে জেডিইউ প্রার্থী মুজাহিদ আলমের থেকে ২৯,৪৩৫ ভোটে এগিয়ে আছেন এআইএমআইএমের মহম্মদ ইজহার আসফি। এছাড়াও বাহাদুরগঞ্জে বিকাশশীল ইনসান পার্টির প্রার্থী লক্ষণ লাল পণ্ডিতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৫,৩৬১ ভোটে এগিয়ে আছেন এআইএমআইএম প্রার্থী মহম্মদ আনজার নায়েমির। আরজেডি প্রার্থী সরফরাজ আলমকে হারিয়ে জোকিহাটে ৭,৩৮৩ ভোটি জিতে গিয়েছেন এআইএমআইএম প্রার্থী শাহনাজ।