বাংলাদেশে গত কয়েকদিন ধরে রাজনীতিক পরিসরে সেনার 'হস্তক্ষেপ' নিয়ে সরব হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এহেন পরিস্থিতিতে মহম্মদ হাসিবুল ইসলাম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক ২১ মার্চ একটি পোস্ট করে সেনাবাহিনীর গাড়ি ভাঙার নিদান দিয়েছিলেন। তবে সেই পোস্টের কিছুক্ষণ পরেই অবশ্য ক্ষমা চেয়ে নেন হাসিবুল। সোশ্যাল মিডিয়ায় তথাকথিত 'বিপ্লবীদের' আচরণ অবশ্য সেনাবাহিনী কোন চোখে নিচ্ছে, তা বলা হয়ত খুব একটা কঠিন না। আর এই সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি বেশ ধোঁয়াশায় ভরা। আন্দোলনকারী ছাত্র এবং নতুন দল খোলা হাসনাতদের অভিযোগ, আওয়ামি লিগকে ফেরাতে গোপন ষড়যন্ত্র করছে সেনা। এই নিয়েই পরপর পোস্ট করেছেন এই হাসিবুল। (আরও পড়ুন: ভারতের 'ওয়ান্টেড' অপরাধীকে জামাই আদর নওয়াজ শরিফের, ইসলামাবাদকে ধুয়ে দিল MEA)
আরও পড়ুন: 'ধমক' খাওয়া হাসনাতের সাহস কিন্তু কম না! বাংলাদেশ সেনাকেই চ্যালেঞ্জ NCP নেতার…
গতকাল সেনার বিরুদ্ধে প্রথমে একটি ছবি পোস্ট করেছিলেন হাসিবুল। সেখানে দেখা যাচ্ছে এক সেনাকর্মীকে লাথি মারছেন এক ব্যক্তি। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'ওকে!?' এরপর তিনি আরও একটি পোস্টে লেখেন, 'উত্তর পাড়ার মোড়লরা (সেনার উর্ধ্বতন আধিকারিকরা) আওয়ামি রাজনীতি ফেরানোর পক্ষে হতে পারে কিন্তু উত্তর পাড়ার সবাই আওয়ামি রাজনীতি ফেরানোর পক্ষে নয়। উত্তর পাড়ার মোড়লরা ৩রা অগস্টের মিটিংয়ে শুরু দিকে গণহত্যাকারীদের সাফাই গেয়েছিলো সেটা আমাদের অজানা নয়। পরবর্তীতে আমাদের বিপ্লবী সহযোদ্ধাদের বিদ্রোহে মোড়লরা সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়। সময় এসেছে দিল্লিপন্থী এসব মোড়লিপনা সিন্ডিকেট ভেঙে ফেলার। বাংলাদেশপন্থী বিপ্লবী সৈনিক ভাইদের প্রতি আহ্বান থাকবে, আপনার সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলুন। ওরা জুলাইকে নস্যাৎ করতে চায়, জুলাইকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।' (আরও পড়ুন: ট্রুডো জমানায় ভারত-কানাডা সম্পর্ক ঠেকে তলানিতে, নয়া PM মার্ককে কী বার্তা ভারতের)
আরও পড়ুন: 'ওরা মদে আসক্ত', হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য AAP বিধায়কের, উঠল বিক্ষোভের ঝড়