বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে হাসিনা বিরোধী জনতা। এরই সঙ্গে বাংলাদেশ জুড়ে আওয়ামি লিগ নেতাদের বাড়ি বা সম্পত্তিতে হামলা শুরু হয়েছে। এই হিংসার আগুন ছড়িয়েছে বালাদেশের আরও অন্তত ৩৫টি জেলায়। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, ভোলা, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালি, নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, বরিশালে আওয়ামি লিগের বহু নেতা এবং প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর, হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে। (আরও পড়ুন: ফলের আগে 'খেলা' শুরু দিল্লিতে? '১৬ প্রার্থীকে ২৪০ কোটির অফার',বিস্ফোরক কেজরিওয়াল)
আরও পড়ুন: বাংলাদেশিরা হাতে আইন তুলে নেওয়ায় 'অসন্তোষ', ইউনুসের ব্যর্থতা তুলে ধরে সরব BNP
রিপোর্ট অনুযায়ী, আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালির কোম্পানিগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে হামলা করা হয়েছে। ভোলায় আওয়ামি লিগের উপদেষ্টা পরিষদের সদস্য তথা প্রাক্তন সাংসদ তোফায়েল আহমেদের বাসভবনেও ভাঙচুর করা হয় এবং অগ্নিসংযোগ করা হয়। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা তথা জামালপুর জেলা আওয়ামি লিগের উপদেষ্টামণ্ডলীর প্রাক্তন সদস্য মহাম্মদ আলির বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। আওয়ামি লিগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের বনানীর ফ্ল্যাটে অগ্নিসংযোগ করা হয়েছে। (আরও পড়ুন: অশান্ত বাংলাদেশে কি হাসিনাকে ফেরত পাঠাবে ভারত? সংসদে জবাব দিল মোদী সরকার)
আরও পড়ুন: আমেরিকা ও মিত্রদের 'নিশানার জের', আন্তর্জাতিক আদালতের ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের
এদিকে টানা হিংসা, ভাঙচুরের ঘটনায় 'নীরব দর্শক' থাকার পর গতকাল গভীর রাতে ফের মুখ খুলল মহম্মদ ইউনুসের সরকার। বলা হয়েছে, সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে। রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে লেখা হয়েছে, 'অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনও ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।'