বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন শনিবার বলেছেন যে আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে ভারতের সাথে দেশের সম্পর্কের পরিবর্তন হয়েছে, এএনআই জানিয়েছে।
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় হোসেন জোর দিয়েছিলেন যে বাংলাদেশকে ‘এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে’ ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমিনারে বক্তৃতাকালে হোসেন বলেন, ৫ অগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হয়েছে এবং এটাই বাস্তবতা। ‘এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে ভারতের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে এবং চালিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি যে পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে হবে ভারত তা বুঝতে পারবে।’
( Shani Shukra Ardha Kendra Yog: শনিদেব এবার শুক্রের সঙ্গে মিলে তৈরি করছেন অর্ধকেন্দ্র যোগ! ৫ ডিসেম্বর থেকে লাকি রাশি বহু)
বাংলাদেশে জনগণ আন্দোলনের পর চলতি বছরের ৫ অগস্ট গদিচ্যূত হয়ে ভারতে আসেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশের মসনদে বসে মহম্মদ ইউনুসের সরকার। নোবেলজয়ী মহম্মদ ইউনুস সরকার আসার পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের পরিমাণ বাড়তে থাকে। সদ্য সেদেশে গ্রেফতার হন হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভু।