আমেরিকার প্রাণকেন্দ্র নিউ ইয়র্কে এবার তুমুল স্লোগান বিক্ষোভের মুখে পড়লেন বাংলাদেশের ইুনুস সরকারের এক উপদেষ্টা। বাংলাদেশের ইউনুস সরকারের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা মেহফুজ আলমকে ঘিরে নিউ ইয়র্কে ক্ষোভ বিক্ষোভ দেখা যায়। ঘটনার ভিডিয়ো উঠে আসে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, এক বছর হয়েছে হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে। এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা মেহফুজ আলম। সেই উপলক্ষ্যে তিনি কনস্যুলেট অফিসে যেতেই গিয়েই এই হেনস্তার শিকার হন। বাংলাদেশের একাধিক নিউজ মিডিয়ার রিপোর্ট বলছে, বিক্ষোভকারীদের হাতে ছিল আওয়ামি লিগের পতাকা। উল্লেখ্য, এই আওয়ামি লিগের নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক জনের বিরুদ্ধে চলছে বাংলাদেশে বহু মামলা। গত ২০২৪ সালে বাংলাদেশে ৫ অগস্ট জন-ছাত্র আন্দোলনের জেরে অভ্যুত্থান হয় হাসিনা সরকারের। এরপর থেকেই শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন।
( USকে ঘিরে গর্জন খামেনির.. ওদিকে 'ইরান সমর্থিত' ইয়েমেনের হুথি ডেরায় ইজরায়েলি হানা!)
( Modi on US Tariff: ‘যতই চাপ আসুক না কেন..’, গর্জন মোদীর, নিশানায় ট্রাম্পের শুল্ক-ঝড়?)
এদিকে, বাংলাদেশের মিডিয়ার খবর বলছে, মেহফুজ আলমকে লক্ষ্য করে এদিনের বিক্ষোভে কনস্যুলেটের কাঁচের দরজা ভেঙে যায়। ইউনুসের এই উপদেষ্টাকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয় বলেও খবর। এদিকে, আমন্ত্রিত প্রধান অতিথি হিসাবে কনস্যুলেটের ওই অনুষ্ঠানে মেহফুজ আলম বলেন,'জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে… আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন।'
চিন্ময়কৃষ্ণ সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট:-
এদিকে, বাংলাদেশের বুকে ক্রমেই আইনি বিপত্তি চিন্ময়কৃষ্ণ প্রভুর। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময়কৃষ্ণ সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মামলার তদন্তকারী কর্মকর্তার দাখিল করা চার্জশিট গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে এই আদেশ দেন।