ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে বহনকারী একটি বিমান বুলগেরিয়ার আকাশসীমায় জিপিএস জ্যামিং-র নিশানায় পড়ে বলে খবর। এক অফিসার সূত্রে খবর, এটি সন্দেহনজকভাবে রাশিয়ার কীর্তি হতে পারে!
রাশিয়া ও বেলারুশের সীমান্তবর্তী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভন ডার লিয়েনের সফরের অংশ হিসেবে প্লোভদিভ বিমানবন্দরের দিকে যাওয়ার পথে বিমানটি বিমানবন্দরের কাছাকাছি আসার সময় জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলে। এরপরই তাঁর বিমান অবতরণ করানো হয় বুলগেরিয়ায়। ইউরোপিয় কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, বুলগেরিয়ার কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে যে জিপিএস জ্যামিংয়ের ঘটনাটি সম্ভবত রাশিয়া শুরু করেছিল। হস্তক্ষেপের পরে বিমানটি পূর্বাঞ্চলীয় বলকান দেশে নিরাপদে অবতরণ করেছে। কমিশনের মুখপাত্র আরিয়ানা পোডেস্টা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই ঘটনা আসলে প্রেসিডেন্ট যে মিশনটি সম্পাদন করছেন তার গুরুত্বকে তুলে ধরে।’ উল্লেখ্য, ভন ডার লাইয়েন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনে মস্কোর আগ্রাসনের একজন বিশিষ্ট ও সোচ্চার সমালোচক। বুলগেরিয়া সরকারও এক বিবৃতিতে বলেছে, 'বিমানটির জিপিএস নেভিগেশনের জন্য ব্যবহৃত স্যাটেলাইট সিগন্যাল বিঘ্নিত হয়েছে। বিমানটি প্লোভদিভ বিমানবন্দরের কাছাকাছি পৌঁছালে জিপিএস সিগন্যাল হারিয়ে যায়। এই ঘটনা সত্ত্বেও, ভন ডার লাইয়েন তার নির্ধারিত সফর চালিয়ে যাচ্ছেন।
জিপিএস জ্যামিংয়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষত বাল্টিক সাগর অঞ্চলে, যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করেছিলেন, গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস তখন থেকেই আঘাত গ্রস্ত এবং বিমান ও সামুদ্রিক যোগাযোগকে প্রভাবিত করেছে।
( September Graha Gochar: সুদিন ফিরছে বহু রাশির! সেপ্টেম্বরেই গ্রহদের… লাকি রাশি কারা?)
( Israel Airstrike in Yemen: ইজরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানীতে নিহত হুথি প্রধানমন্ত্রী, নিহত বহু মন্ত্রী)
এদিকে, আজকের ঘটনার প্রেক্ষিতে ইউরোপিয় ইউনিয়ন শুরু করে দিয়েছে তদন্ত। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন চিফের বিমান জিপিএস সিগন্য়াল হারিয়ে ফেললেও, কাগজের ম্যাপ দেখে সঠিক অবতরণ হয় তাঁর বিমানের বলে খবর।