এক নারকীয় হত্যাকাণ্ড ঘিরে নদিয়ার কৃষ্ণনগরে ব্যাপক উত্তেজনা। সেখানে ১৯ বছর বয়সী ঈশা মল্লিক নামের এক তরুণীকে খুনের অভিযোগ রয়েছে তাঁর প্রেমিক দেবরাজ সিংহের বিরুদ্ধে। নিহত ঈশা দ্বাদশ শ্রেণির ছাত্রী। বাড়ি এলাকার মানিকপাড়ায়। অভিযোগ, ঈশাদের বাড়িতে এদিন ঢুকে তাঁর মায়ের সামনেই ঈশাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করে তাঁর প্রেমিক দেবরাজ, বলে খবর। ঘটনায় দেবরাজকে গ্রেফতার করা হয়েছে।
শোকস্তব্ধ ঈশার পরিবার জানাচ্ছে, এই গুলি চালনার সময় তাঁর মা ও ভাই বাড়িতেই ছিলেন। গুলির শব্দ পেতেই ঈশার মা ছুটে যান ঘরের দিকে। দেখতে পান, ঘর থেকে ছুটে বেরচ্ছেন ওই অভিযুক্ত তরুণ। হাতে তার আগ্নেয়াস্ত্র। ততক্ষণে তিনি দেখতে পান ঘরেই পড়ে রয়েছে তাঁর মেয়ের দেহ। মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখেই তাঁকে হাসপাতালে নিয়ে যান ঈশার পরিবারের সদস্যরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ঈশার মৃত্যু হয়েছে।
( USকে ঘিরে গর্জন খামেনির.. ওদিকে 'ইরান সমর্থিত' ইয়েমেনের হুথি ডেরায় ইজরায়েলি হানা!)
এখনও পর্যন্ত জানা যাচ্ছে প্রেম ঘটিত কারণেই এই হত্যাকাণ্ড। বেশ কিছু রিপোর্টের দাবি, দেবরাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন ঈশা। তাঁদের বহু দিন ধরেই সম্পর্ক বলে খবর। তবে সম্পর্কে ইতি টানার খবরেই ক্ষোুব্ধ দেবরাজ এই মর্মান্তিক পদক্ষেপ করেন বলে খবর। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ বলেন, 'মেয়েটির শরীরে দু’টি গুলির আঘাতের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।’ দেবরাজের পুলিশের হাতে আটক হওয়ার কথাও তিনি জানান।