বিধানসভায় প্রবেশ নিয়ে নয়া নির্দেশিকা জারি হল। আর কোনও বিধায়ক ব্যক্তিগত দেহরক্ষী সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না বিধানসভার ভিতরে। সোমবার অধিবেশন শুরুর দিনেই এ কথা জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করেছেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা এর বাইরে থাকবেন। তবে তাঁরাও কখনও অস্ত্র নিয়ে বিধানসভায় প্রবেশ করেন না। একই নিয়ম কার্যকর রয়েছে দেশের বিভিন্ন বিধানসভা এবং লোকসভাতেও।
আরও পড়ুন: ‘পঞ্চায়েতকে নিয়ন্ত্রণ করতে চাইছে’, ‘এক দেশ এক ভোট’ নিয়ে কেন্দ্রকে তোপ বিমানের
প্রসঙ্গত, বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীদের প্রবেশাধিকার না দেওয়ায় সম্প্রতি মামলা গড়ায় কলকাতা হাই কোর্টে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ জানান, রাজ্যের শাসকদলের বিধায়করা রাজ্য পুলিশের নিরাপত্তা নিয়ে ভেতরে ঢুকতে পারলেও, বিজেপি বিধায়কেরা তাঁদের দেহরক্ষী যারা কেন্দ্রীয় বাহিনীর অন্তর্ভুক্ত নিয়ে ঢুকতে পারছেন না। বিচারপতি শম্পা সরকার এ নিয়ে প্রশ্ন তোলেন এবং বিধানসভার অধ্যক্ষ ও সচিবকে হলফনামা জমা দিতে বলেন।
রাজনৈতিক চাপানউতোরের মাঝেই সোমবার নতুন নিয়ম কার্যকর করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এখন থেকে কোনও বিধায়কই দেহরক্ষী নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন না। ফলে শাসক কিংবা বিরোধী, উভয় ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। বর্তমানে তৃণমূল বিধায়করা রাজ্য পুলিশের নিরাপত্তায় থাকেন, অন্যদিকে বিজেপি বিধায়কদের সুরক্ষার দায়িত্ব থাকে কেন্দ্রীয় বাহিনীর হাতে। বিধানসভা চত্বরের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য পৃথক ছাউনি এবং বিশ্রামকক্ষের ব্যবস্থা রয়েছে। কিন্তু ভবনের ভেতরে প্রবেশাধিকার এতদিন দেওয়া হয়নি। সেই বিষয়েই আদালত প্রশ্ন তোলায় বিধানসভা কর্তৃপক্ষ নয়া সিদ্ধান্ত ঘোষণা করল।