সর্বশেষ শুনানিতে ইয়াসিন তাঁর আইনজীবী প্রত্যাহার করে দোষ স্বীকার করেছেন। এ হেন ইয়াসিনকে নিয়েই আবেগঘন টুইট করেন শাহিদ আফ্রিদি। আর সঙ্গে সঙ্গে টুইটারেই তাঁর বিরুদ্ধে সরব হলেন ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্র।
ফাইল ছবি: রয়টার্স/টুইটার
কাশ্মীর বিতর্কের আগুনে ঘি ঢালার চেষ্টা। বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে সমর্থন করে টুইট শাহিদ আফ্রিদির। সন্ত্রাসে অর্থ ব্যবহারের মামলায় দোষীর হয়ে সওয়াল করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। আর সঙ্গে সঙ্গে টুইটারেই তাঁর বিরুদ্ধে সরব হলেন ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্র।
সর্বশেষ শুনানিতে ইয়াসিন তাঁর আইনজীবী প্রত্যাহার করে দোষ স্বীকার করেছেন। এ হেন ইয়াসিনকে নিয়েই আবেগঘন টুইট করেন শাহিদ আফ্রিদি।
শাহিদ আফ্রিদি, পাকিস্তানের পতাকার ব্যাকগ্রাউন্ডে ইয়াসিনের একটি ছবি শেয়ার করেন। টুইটারে তিনি লেখেন 'নির্মম মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সমালোচনামূলক কণ্ঠস্বরকে নীরব করার জন্য ভারতের এই অব্যাহত প্রচেষ্টা নিরর্থক। ইয়াসিন মালিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রাম আটকে দেওয়া যাবে না। কাশ্মীরের নেতাদের বিরুদ্ধে অন্যায্য ও বেআইনি পদক্ষেপের দিকে জাতিসংঘের দৃষ্টি অনুরোধ করছি।'