Bangladesh and Chinmaykrishna Prabhu: চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির পর বাংলাদেশের ইউনুস সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নাম না করে বলেছেন, সে যেই হোক রাষ্ট্রদ্রোহিতার মতো ঘটনায় যুক্ত থাকলে, তাঁকে ছাড়া হবে না।
আসিফ মাহমুদ ও চিন্ময়কৃষ্ণ প্রভু
বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এদিন চট্টোগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। উল্লেখ্য, চিন্ময়কৃষ্ণকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এদিক, চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির পর বাংলাদেশের ইউনুস সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নাম না করে বলেছেন, সে যেই হোক রাষ্ট্রদ্রোহিতার মতো ঘটনায় যুক্ত থাকলে, তাঁকে ছাড়া হবে না।
ইসকনের সন্ন্যাসী ও বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের মুখরাত্র চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে নাম না করে আসিফ বলেন,' একটি গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে। স্পষ্টভাবে বলতে চাই, যদি কেউ রাষ্ট্রদ্রোহিতার মতো ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে সে যেই হোক, তাকে কোনওভাবে ছাড়া হবে না।' এবিষয়ে একধাপ এগিয়ে আসিফল বলছেন,' সম্প্রদায় বিবেচনা করে নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনা করে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবেন।' বাংলাদেশের রংপুরের পিরগাছায় এক অনুষ্ঠান পর্বের শেষে বাংলাদেশের ইউনুস সরকারের উপদেষ্টা আসিফ এই বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। রাষ্ট্রে কোনও প্রকার আঘাত, রাষ্ট্রের প্রতি অবমাননা, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে।