তেলাঙ্গনায় একটি বিশ্ববিদ্যালয়ের জন্যে ১০০ কোটি দান করতে চেয়েছিলেন আদানি। তবে সেই টাকা নিতে অস্বীকার করলেন সেই রাজ্যের কংগ্রেসি মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি। উল্লেখ্য, আদানির বিরুদ্ধে সৌরবিদ্যুৎ সরবরাহ চুক্তিতে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এই আবহে আদানির থেকে অনুদান নিলে তা রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি। উল্লেখ্য, তেলাঙ্গানায় ইয়ং ইন্ডিয়া স্কিল বিশ্ববিদ্যলয় তৈরি হচ্ছে। সেই বিশ্ববিদ্যলয়ের জন্যেই ১০০ কোটি টাকা দান করার কথা ছিল আদানির। তবে চলমান বিতর্কের আবহে আদানির সেই অনুদান 'ব্লক' করলেন রেভন্থ। তাঁর কথায়, 'এই নিয়ে তিনি অযথা চর্চা চান না।' (আরও পড়ুন: 'শুধু আদানি আদানি...', ঘুষকাণ্ডে সংসদ যেন অচল না হয়, বলছে তৃণমূল)
আরও পড়ুন: খতিয়ে দেখা হচ্ছে নথি, আদানি ঘুষ কাণ্ডে এবার বড় পদক্ষেপের পথে NDA সরকার?
বার্তাসংস্থা পিটিআইকে রেভন্থ বলেন, 'আদানি এই অনুদানের ঘোষণা করার পরেই অনেকে আলোচনা করতে শুরু করে যে এরপর হয়ত সরকার বা মুখ্যমন্ত্রী তাদের পক্ষে সিদ্ধান্ত নেবেন। তাই আমি এবং আমার ক্যাবিনেট এই ধরনের কোনও চর্চায় নিজেদের নাম জড়াতে চাইনি। এই আবহে সরকারের হয়ে আমাদের আধিকারি জয়েশ রঞ্জন আদানিকে একটি চিঠি লেখেন। তাতেই বলা হয়, চলমান বিতর্কের আবহে তেলাঙ্গানা সরকার তাঁর দেওয়া ১০০ কোটি টাকার অনুদান গ্রহণ করবে না।' উল্লেখ্য, আদানির কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি হিসেবেই এই টাকা দেওয়ার কথা ছিল তাদের। (আরও পড়ুন: একের পর এক অভিযোগ, বাংলাদেশে 'প্রথম আলো' সংবাদপত্র বন্ধের দাবিতে বিক্ষোভ)
আরও পড়ুন: দুর্নীতিকাণ্ডে স্বস্তিতে বিধায়ক সুদীপ্ত রায়, ক্লিনচিট দিলেন মেডিক্যালের অধ্যক্ষ