Biotin Reach Food For Hair: চুল পড়ছে? হেয়ারপ্যাক বা তেল নয়, নজর দিন ডায়েটে, খান বায়োটিন সমৃদ্ধ খাবার Updated: 02 Sep 2025, 03:08 PM IST Tulika Samadder চুলের জন্য বায়োটিন সমৃদ্ধ খাবার: বেশিরভাগ মানুষই চুল পড়া নিয়ে উদ্বিগ্ন থাকেন। এমনকী মাথায় নানান ধরনের প্যাক বা তেলও ব্যবহার করে থাকেন। তবে নজর দেন না ডয়েটে। চুল পড়া নিয়ন্ত্রণ করতে বায়োটিন সমৃদ্ধ এই খাবারগুলো অবশ্যই ডায়েটে রাখুন।