চিকিৎসা বিজ্ঞান আজ এগিয়েছে অনেকদূর। সামনে এসেছে বহু প্রযুক্তি, যা চিকিৎসায় চরম সাফল্য দিচ্ছে। তবে তা সত্ত্বেও বেশ কয়েকটি রোগের ক্ষেত্রে মানবসভ্যতা এখনও সমস্যা সমাধানের দিশা খুঁজে চলেছে। এমনই একটি রোগ ক্যানসার। ক্যানসারের মতো মারণ রোগ নিরাময়ে অনন্তর চলেছে গবেষণা। সদ্য প্রস্টেট ক্যানসারের চিকিৎসা নিয়ে নয়া দিশা দেখাতে শুরু করেছে এক গবেষণা। গবেষণায় বলা হচ্ছে, মূত্রে থাকা ব্যাকটেরিয়ার সূত্র ধরে এই ক্যানসারের নিরাময় সম্ভব।
গবেষণার বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রস্টেট গ্ল্যান্ড থেকে নিঃসৃত পদার্থ মূত্রের সঙ্গে বেরিয়ে আসছে। আর সেই পদার্থকে বিশ্লেষণ করেই ব্যাকটেরিয়ার তথ্য পেয়েছেন গবেষকরা। মূত্রে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে প্রস্টেট ও প্রস্টেট ক্যানসারের সম্পর্ক খতিয়ে দেখেছেন গবেষকরা। সিনিয়র গবেষক রাশেল হার্স্ট বলছেন, 'পাঁচটি ব্যাকটেরিয়াল জেনেরার সঙ্গে হাইগ্রেড ক্যানসার ও আরও আগ্রাসী প্রস্টেট ক্যানসারের যোগ রয়েছে।' ইউকেতে তাঁরা ৩১৮ জন ক্যানসার রোগীর দেহের মূত্রের নমুনা সংগ্রহ করে ৬ বছর ধরে পরীক্ষা করেছেন। গবেষণায় তাঁরা দেখেছেন মূত্রে থাকা সেডিমেন্ট ও প্রস্টেট ক্যানসারের যোগ রয়েছে। যাঁদের প্রস্টেট ক্যানসার রয়েছে, তাঁদের মূত্রে নতুন ৪ ধরনের ব্যাকটেরিয়ার খোঁজ মিলেছে বলে জানিয়েছেন তাঁরা। আর ব্যাকটেরিয়াই দিশা দেখাচ্ছে ক্যানসার নিরাময়ে। আরও পড়ুন-এমন সাপ-কেক কোন বন্ধুর জন্মদিনে উপহার দিতে চান আপনি? দেখে নিন তৈরির পদ্ধতি